ঢাকাThursday , 1 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্রীড়াময় ২০২৬: ফুটবল ও ক্রিকেটের বিশ্বকাপসহ আর যেসব টুর্নামেন্ট আছে

BDKL DESK
January 1, 2026 10:39 pm
Link Copied!

বিশ্বের ক্রীড়াপ্রেমীদের জন্য ২০২৬ সাল হতে যাচ্ছে এক রোমাঞ্চকর বছর। ইংরেজি নববর্ষের প্রথম দিন থেকেই শুরু হওয়া এই ব্যস্ত সূচিতে ফুটবল ও ক্রিকেটের দুটি মেগা বিশ্বকাপ ছাড়াও থাকছে অলিম্পিক, এশিয়ান গেমস এবং ক্লাব ফুটবলের জমজমাট সব আসর। সারা বছরের খেলার মাঠের ব্যস্ততা নিয়ে তৈরি করা হলো এই বিশেষ স্পোর্টস ক্যালেন্ডার।
ক্রিকেটে নজর যখন বিশ্বকাপে
বছরের শুরুতেই জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ১৫ জানুয়ারি থেকে বসবে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। দেশের মাঠে ২৩ জানুয়ারি বিপিএলের মেগা ফাইনাল শেষ করেই সবার নজর যাবে ভারত ও শ্রীলঙ্কার দিকে। সেখানে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের উৎসব শুরু হবে ২৬ মার্চ থেকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও আইপিএলের মাধ্যমে। এছাড়া জুন মাসে ইংল্যান্ডের মাটিতে বসবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

ফুটবলের মহাযজ্ঞ ও ক্লাব লড়াই
ফুটবল বিশ্বের মূল আকর্ষণ অবশ্যই ২০২৬ ফিফা বিশ্বকাপ। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে ৪৮ দলের এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। এর আগে ২৭ মার্চ কাতারে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হবে ৩০ মে বুদাপেস্টে। এছাড়া বছরের শুরুতে আফ্রিকা কাপ অব নেশন্স এবং এশিয়ান কাপের বিভিন্ন আসর ফুটবল ভক্তদের মাতিয়ে রাখবে।

২০২৬ সালে অ্যাথলেটদের জন্য থাকছে বড় তিনটি আসর। ৬ থেকে ২২ ফেব্রুয়ারি ইতালির মিলানে অনুষ্ঠিত হবে শীতকালীন অলিম্পিক। জুলাইয়ের শেষে স্কটল্যান্ডের গ্লাসগোতে বসবে কমনওয়েলথ গেমস। তবে এশিয়ার ক্রীড়াবিদদের জন্য সবচেয়ে বড় মঞ্চ হবে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমস। বছরের শেষদিকে সেনেগালে বসবে যুব অলিম্পিকের আসর।

টেনিস, হকি ও অন্যান্য
টেনিস ভক্তরা যথারীতি চারটি গ্র্যান্ড স্ল্যামের অপেক্ষায় থাকবেন, যার শুরু হবে ১৮ জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে। হকির বড় আসর ‘২০২৬ হকি বিশ্বকাপ’ বেলজিয়াম ও নেদারল্যান্ডসে শুরু হবে ১৪ আগস্ট। এছাড়া রাগবি বিশ্বকাপ, সাঁতার ও অ্যাথলেটিক্সের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মতো আসরগুলো বছরজুড়ে ক্রীড়াঙ্গনকে মুখর রাখবে।

এক নজরে ২০২৬ সালের প্রধান ইভেন্টগুলো দেখে নেয়া যাক:
ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ: ৭ ফেব্রুয়ারি – ৮ মার্চ
আইপিএল ২০২৬: ২৬ মার্চ – ৩১ মে
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল: ৩০ মে
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ : ১২ জুন-৫ জুলাই
২০২৬ ফিফা বিশ্বকাপ: ১১ জুন – ১৯ জুলাই
কমনওয়েলথ গেমস: ২৩ জুলাই – ২ আগস্ট
এশিয়ান গেমস: ১৯ সেপ্টেম্বর – ৪ অক্টোবর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।