দীর্ঘদিন স্থবির থাকার পর গত সেপ্টেম্বরে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব পেয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। গেল শনিবার অনলাইনে কোয়াবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কমিটির সকল সদস্যের ওপর সুনির্দিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়।
কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের সভাপতিত্বে ভার্চুয়াল এই সভায় সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, সহ-সভাপতি নুরুল হাসান সোহান এবং নির্বাহী কমিটির সদস্য নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান শুভ, মেহেদী হাসান মিরাজ, রুমানা আহমেদ, ইমরুল কায়েস, ইরফান শুক্কুর ও আকবর আলিরা উপস্থিত ছিলেন।
সভায় সারাদেশে খেলোয়াড়দের কল্যাণে তহবিল সংগ্রহের জন্য কমিটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন কোয়াব সভাপতি মিঠুন। তিনি বলেন, ‘কোয়াবকে অবশ্যই বাংলাদেশের সকল পুরুষ ও নারী ক্রিকেটারের আস্থা অর্জন করতে হবে। কোয়াবের সর্বপ্রথম অগ্রাধিকার আমাদের ক্রিকেটাররা। আমরা আমাদের ব্যস্ত সূচি থেকে ক্রিকেটারদের সাহায্য করা ও কোয়াবকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সময় বের করব।’
কে কোন দায়িত্ব পেলেন-
প্রশাসন: শামসুর রহমান শুভ
অর্থ কমিটি: ইরফান শুক্কর
সাবেক খেলোয়াড় কমিটি: শাহরিয়ার হোসেন বিদ্যুৎ
বর্তমান পুরুষ খেলোয়াড় কমিটি : আকবর আলী এবং নাজমুল হোসেন শান্ত
বর্তমান নারী খেলোয়াড় কমিটি : রুমানা আহমেদ
তহবিল সংগ্রহ কমিটি : মেহেদী হাসান মিরাজ এবং ইমরুল কায়েস
মিডিয়া এবং যোগাযোগ কমিটি : নুরুল হাসান সোহান
ইভেন্ট কমিটি : মোহাম্মদ মিঠুন এবং মুমিনুল হক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

