ঢাকাSaturday , 3 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

কেকেআরের সোশ্যাল মিডিয়া থেকে উধাও মুস্তাফিজ

BDKL DESK
January 3, 2026 9:57 pm
Link Copied!

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) কঠোর নির্দেশনার পর বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আনুষ্ঠানিকভাবে স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। শনিবার (৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিটি তাদের ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যম থেকে মুস্তাফিজ সংক্রান্ত আগের সকল পোস্টও সরিয়ে ফেলেছে।
শনিবার (৩ জানুয়ারি) ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-কে দেয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই সিদ্ধান্তের বিষয়টি পরিষ্কার করেন। তিনি বলেন,‘সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিসিসিআই কেকেআর-কে নির্দেশ দিয়েছে যেন তারা বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেয়। ফ্র্যাঞ্চাইজিটি চাইলে তার পরিবর্তে অন্য কোনো খেলোয়াড়কে দলে নিতে পারবে, বোর্ড তাতে অনুমোদন দেবে।’

ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, বাংলাদেশে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির প্রভাবে ভারতে মুস্তাফিজের অংশগ্রহণ নিয়ে তীব্র বিতর্ক ও চাপের সৃষ্টি হয়েছে। এর আগে বিসিসিআই কিছুটা নমনীয়তা দেখালেও শেষ পর্যন্ত নিরাপত্তার খাতিরে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এবারের নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল শাহরুখ খানের দল। এরপর থেকে কেকেআরের ফেসবুক পেজে মুস্তাফিজকে নিয়ে নিয়মিত পোস্ট করা হতো। এমনকি দুবাইয়ে আইএল টি-টোয়েন্টিতে তার পারফরম্যান্স নিয়েও পোস্ট করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু বিসিসিআইয়ের চূড়ান্ত নির্দেশনার পর এখন কেকেআরের পেজে মুস্তাফিজের আর কোনো চিহ্ন নেই। সকল ছবি ও ভিডিও ডিলিট করে দিয়েছে কলকাতা।

আইপিএলে দীর্ঘ ৮ মৌসুম খেলা অভিজ্ঞতাসম্পন্ন ৩০ বছর বয়সী এই পেসার এবারই প্রথম কলকাতার হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। টুর্নামেন্টে ৬৫ উইকেটের মালিক এই ‘কাটার মাস্টারের’ বিকল্প খুঁজে পাওয়া কলকাতার জন্য এখন বড় চ্যালেঞ্জ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।