রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনাল খেলে গতকাল (২৪ নভেম্বর) রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। বিমানবন্দরে নেমেই গণমাধ্যমের মুখোমুখি হন টাইগার কাপ্তান আকবর আলী। জানান, টুর্নামেন্টে ছোট ছোট কিছু ভুল ছিল। সেগুলো না করলে এই টুর্নামেন্টকে ‘পারফেক্ট’ টুর্নামেন্ট বলা যেত। সেমিফাইনাল ম্যাচে নিজের আলোচিত ভুল নিয়ে নিজের সমালোচনা করেছেন আকবর।
এবারের রাইজিং স্টারস টুর্নামেন্টটা বেশ ভালোই কেটেছে বাংলাদেশ ‘এ’ দলের। ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টাই করে সুপার ওভারে হেরেছে আকবরের দল। সেদিক থেকে চিন্তা করলে টুর্নামেন্ট জয়ের একদম কাছেই ছিল বাংলাদেশ। দলের এমন পারফরম্যান্সে দেশে ফিরে সন্তোষ প্রকাশ করেছেন অধিনায়ক আকবর।
তিনি বলেন, ‘আমরা আলহামদুলিল্লাহ বেশীরভাগ পার্টেই ভালো ক্রিকেট খেলেছি গ্রুপ হিসেবে। বেশ কিছু উল্লেখযোগ্য পারফরম্যান্স ছিল যেটা আমরা সবাই জানি। তো আমি বলব যে ভালো একটা টুর্নামেন্ট ছিল।’
রাইজিং স্টার্স এশিয়া কাপের সেমি-ফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ এ দল। সেদিন আকবর আলির ভুল থ্রো’র সুবাদে নিশ্চিত হারের ম্যাচ ড্র করে ফেলে ভারত। যা সে সময়ে আলোচনার শীর্ষে ছিল। এবার দেশে ফিরে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক আকবর স্বীকার করেছেন, এমন ভুলের কথা।
ফাইনাল হারের পর গতকাল মধ্য রাতে দেশে ফিরে আকবর বলেন, ‘আসলে ওই মুহূর্তে কী হয়েছে আমি নিজেও জানি না, ওটা কেন করেছি এটার আসলে কোনো ব্যাখ্যাও নেই আমার কাছে। ওটা আসলে হয়ে গিয়েছে। কিন্তু অবশ্যই যেই ভুলটা আমি করেছি ওটা মানে একদম আমি বলব যে অনূর্ধ্ব-১২ এর বাচ্চাদেরও ভুল না।’
‘যদি ফাইনালটা আমরা জিততে পারতাম আর কোনো কোনো ম্যাচে ভুল কম করতাম তাহলে হয়তোবা আমি বলতাম যে একদম আমরা পারফেক্ট টুর্নামেন্ট খেলে ফিরেছি।’
এবারের টুর্নামেন্টে আকবর আলীর একটি ভুল নিয়ে সমালোচনা হয়েছে বেশ। সেমিফাইনাল ম্যাচে ভারতের শেষ বলে জয়ের জন্য ৪ রান প্রয়োজন ছিল। রাকিবুল ইসলামের শেষ বলটা ব্যাটে বলে তেমন করতে পারেননি ভারতের ব্যাটার হার্শ দুবে। বড়জোর ২ রান নেয়ার সুযোগ ছিল৷ কিন্তু সেখানে অপ্রয়োজনীয় একটি থ্রো করে ৩ রান দেন আকবর। এই ভুল নিয়ে ম্যাচ শেষে প্রচুর সমালোচনা হয়েছে।
এ প্রসঙ্গে আকবর বলেন, এটার কোনো ব্যাখ্যা নেই আসলে আমার কাছে। তো আমার কাছে মনে হয়েছে যে আমি একটা ভুল করেছি এবং সরি বলেছিলাম ম্যাচ শেষে সবাইকে।’
রাইজিং স্টার্স কাপে সেমিফাইনালে ভারতের বিপক্ষে এবং ফাইনালে পাকিস্তানের বিপক্ষে সুপার ওভার খেলতে হয়েছে বাংলাদেশকে। এ অভিজ্ঞতা নিয়ে আকবর বলেন ‘আমার মনে হয় না যে সুপার ওভারে কোনো টিমই এরকম অভ্যস্ত। কারণ সুপার ওভার আপনার হয়ই কালেভদ্রে। কিন্তু এটা খুবই রেয়ার কেস যে আমরা টানা দু’টা ম্যাচ সুপার ওভার খেলেছি।’
‘সুপার ওভারে আপনি যখন যাবেন আপনাকে শট খেলতেই হবে। সেটা ইন্ডিয়ানরা বলুন, আমরা বলুন, পাকিস্তান বলুন যারাই যাবে শটস খেলতেই হবে। এখন ওখানে আপনাকে হাই রিস্ক শটই খেলতে হয় স্বাভাবিক। তো অনেক সময় দেখা যায় যে ক্লিক করে, অনেক সময় ক্লিক করে না। তো আমি এইভাবেই দেখছি আসলে ব্যাপারটাকে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
