সংযুক্ত আরব আমিরাতে ৯ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ। মহাদেশীয় এই আসরে অংশ নিতে আগামীকাল রোববার দুইভাগে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ২৯ সদস্যের দলের প্রথম বহর সকাল ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বে। দ্বিতীয় ভাগের ক্রিকেটাররা দেশ ছাড়বেন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।