মাঠের ক্রিকেটের মতো মাঠের বাইরেও গরম ক্রিকেট পাড়া। বিসিবি নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে, সরগরম হয়ে উঠেছে সব মহল। গেল সোমবার বিসিবির বোর্ড অনুষ্ঠিত হয়েছিল। সভা শেষে অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন নিয়ে ঘোষণা এসেছে।
বিসিবির আসন্ন নির্বাচনে অংশ নেবেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এবার জানা গেল, বিসিবির পরিচালক পদে লড়াই করবেন বাংলাদেশ দলের সাবেক নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। জাতীয় দলের সাবেক অধিনায়কের কোটায় নির্বাচন করবেন তিনি।
মূলত বিসিবির পরিচালনা পরিষদে মোট ২৫ জন পরিচালক থাকেন। বিসিবি নির্বাচনে ‘সি’ ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হয়ে বোর্ডে যেতে পারেন। সেখানেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিশ্চিত করেছেন নান্নু নিজেই।
বুধবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্নু বলেছেন, ‘এটা চিন্তাভাবনা তো আগে থেকেই করে রেখেছিলাম। তো আমাদের এখন কিছু জিনিস আছে যে, সাবেক অধিনায়কদের একটা বার আছে, ক্যাটাগরি সি। তো এই এই জায়গাটা এখনো জানি না কতটুকু কি হবে। তারপরও চিন্তাভাবনা পজিটিভ নিয়ে রেখেছি। আশা করছি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই করব।’
নান্নু আরও বলেছেন, ‘আমি অনেকদিন ধরে বিসিবির সাথে সম্পৃক্ত আছি এবং এখানে কি কাজ করতে হবে, কোন কোন জায়গাটায় উন্নয়নের কাজ আছে, কোন জায়গাটায় আরও বেশি কাজ করতে হবে, এটা সবই জানা আছে আমার। তো এখানে সুযোগটা আসলে আরও বেশি সম্পৃক্ত হয়ে আরও বেশি কাজ করার সুযোগটা থাকবে। সেভাবে চিন্তাভাবনা করে এগোচ্ছি।’
প্রসঙ্গত, বিসিবিতে ২৫ পরিচালক থাকলেও সাধারণত তিনটি ক্যাটাগরিতে ২৩টি পরিচালক পদের জন্য নির্বাচন হয়। এর মধ্যে ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ১০ জন, ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) থেকে একজনকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কাউন্সিলররা। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দু’জন পরিচালক আসবেন বিসিবির বোর্ডে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।