আগামী ১৪ সেপ্টেম্বর মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন আসর। এবারের আসরে অংশ নিচ্ছে মোট আটটি দল- ঢাকা, ঢাকা মেট্রো, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রাম। উদ্বোধনী ম্যাচে রাজশাহী মুখোমুখি হবে ঢাকা মেট্রোর, একই দিনে দ্বিতীয় ম্যাচে সিলেট খেলবে রংপুরের বিপক্ষে।
গত আসরের মতো এবারও আলোচনায় থাকছে দুই অধিনায়ক। ঢাকা মেট্রোর ওপেনার নাইম শেখ এবং চ্যাম্পিয়ন রংপুরের উইকেটরক্ষক ব্যাটার আকবর আলী। তাদের নেতৃত্বে গতবারের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। এ বছরও শিরোপা জয়ের লড়াইয়ে তারা থাকবেন মূল নজরে।
অন্য দলগুলোর নেতৃত্বেও এসেছে পরিবর্তন ও নতুন চমক। চট্টগ্রামের অধিনায়ক হিসেবে আগের মতোই থাকছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। তবে ঢাকার নেতৃত্বে দেখা যাবে নতুন মুখ মাহিদুল ইসলাম অঙ্কনকে, যিনি সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব দিয়েছেন লাল বলের ক্রিকেটে।
অভিজ্ঞদের মধ্যে খুলনার অধিনায়ক হয়েছেন মোহাম্মদ মিঠুন, আর রাজশাহীর দায়িত্বে থাকছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেটের নেতৃত্ব দেবেন বাঁহাতি ব্যাটার জাকির হাসান। তবে বরিশাল এখনো তাদের অধিনায়কের নাম ঘোষণা করেনি।
লিগ পর্ব শেষে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও কোয়ালিফায়ার, ১ অক্টোবর দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ৩ অক্টোবর ফাইনাল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।