পারফরম্যান্স যেমনই হোক, সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লা যতই ভারী হোক, প্রিয় জাতীয় দলকে নিয়ে বাংলাদেশের মানুষের উৎসাহ-আগ্রহে কমতি নেই একচুলও। বরং সেটা দিনকে দিন বেড়েই চলেছে। দেশের ক্রিকেটের খুঁটিনাটি খবর জানতে মুখিয়ে থাকে কোটি অনুরাগী।
উৎসাহ-উদ্দীপনা প্রবল বলেই আবেগ, উচ্ছ্বাসও বেশি। কখনো কখনো সেই আবেগের মাত্রাটা বেড়ে যায় বহুগুণে। আর তখনই বাড়াবাড়ি হয়। যেমন হলো গত পরশু বুধবার রাতে।
হঠাৎ গুঞ্জন শোনা গেল— মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের কোচ করা হচ্ছে। কী কোচ হচ্ছেন আশরাফুল? হেড কোচ? না প্রধান সহকারী কোচ, নাকি ব্যাটিং কোচ? তা অবশ্য উল্লেখ ছিল না। তবে ক্রিকেটপাড়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার রাতে হঠাৎ আশরাফুলকে নিয়ে রাজ্যের কথা-বার্তা। অনলাইন নিউজ পোর্টালগুলোয় অনেক খবরও প্রকাশিত হয়েছে।
কোনো কোনো প্রচার মাধ্যমে আশরাফুলকে উদ্ধৃত করেও লেখা হয়েছে যে, তিনি বিসিবি থেকে অফার পেয়েছেন জাতীয় দলের কোচ হওয়ার। তবে আশরাফুলকে কে জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছেন, কী পদে— এসব তথ্য কিন্তু কোনো প্রতিবেদনেই ছিল না।
আশরাফুলের জাতীয় দলের কোচ হওয়ার সংবাদে যখন ফেসবুক নিউজফিড সয়লাব, ঠিক তখন অস্ট্রেলিয়া থেকে বিমানে দেশে ফিরছিলেন বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল। বুধবার রাতে বিসিবি সভাপতির বরাত দিয়ে কোনো সংবাদ পরিবেশন করা তাই সম্ভব হয়নি।
তবে জাতীয় দল পরিচর্যা, পরিচালনার দায়িত্বে থাকা স্ট্যান্ডিং কমিটি ক্রিকেট অপস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং খোদ মোহাম্মদ আশরাফুলকে উদ্ধৃত করে জাগো নিউজ বুধবার রাত ১০টার পরে প্রথম পাঠকদের জানায় যে, খবরটি গুজব, অবান্তর ও ভিত্তিহীন।
নাজমুল আবেদিন ফাহিম জানিয়ে দেন, ‘যেহেতু এমন কোনো খবরের কোনোই সত্যতা নেই এবং এমন প্রসঙ্গের অবতারণাও ঘটেনি এখনো, তাই এ বিষয়ে আসলে আমার কোনো কথা বলাই উচিত না।’
ফাহিম যোগ করেন, ‘সত্যিই যদি আশরাফুল বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হতো বা হয়, তাহলে সেটা হতো ‘বিগ নিউজ’। কিন্তু এত বড় নিউজের কোনো আভাস, ইঙ্গিতও আমার কাছে নেই। খবরটি ঠিক নয়, গুজব, ভিত্তিহীন।’
বুধবার রাতে মোহাম্মদ আশরাফুলও জানান, ‘ধুর, এটা গুজব। না, এমন কোনো অফার আসেনি আমার কাছে।’
আশরাফুল বলেন, ‘আমাকে জাতীয় দলের ব্যাটিং কোচ করার অফার করা হয়েছে— এমন খবরের কোনোই সত্যতা নেই। আমাকে এমন কোনো অফারও করা হয়নি। তবে অফার পেলে আমি তা খুব ভালোভাবে চিন্তা করব। আমি নিজেও এই লেভেলের ব্যাটিং কোচ হতে আগ্রহী। অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচের অফার পেলে আমি তা গ্রহণ করব।’
এদিকে গতকাল বৃহস্পতিবার একই প্রসঙ্গ উঠলো শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রেস বক্সে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে আশরাফুলের জাতীয় দলের কোচ হওয়া প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বিষয়টিকে একদমই উড়িয়ে দেন। তিনিও একই সুরে বলেন, ‘ধুর! না।’
যেহেতু এ মুহূর্তে জাতীয় দলে কোনো ব্যাটিং কোচ নেই, তাহলে ব্যাটিং কোচ নিয়ে আপনার তথা বিসিবির চিন্তা-ভাবনা কী— জানতে চাইলে আমিনুল ইসলাম বুলবুল তাৎক্ষণিকভাবে কোনো চূড়ান্ত মন্তব্য করেননি।
তবে যা বলেছেন, তার সারমর্ম হলো— যেহেতু বাংলাদেশ তিন ফরম্যাটে খেলে, তাই একজন ব্যাটিং কোচ দিয়ে পূর্ণ কাজ হয় কি না, সেটাও খুঁটিয়ে দেখা হবে।
বুলবুল বলেন, ‘আজকের (বৃহস্পতিবার) খেলাটা এখনো চলছে, একটা সিরিজ বাকি আছে এখনো। যেহেতু আমরা তিনটা ফরম্যাটে খেলি, এবং আপনি জানেন যে তিনটা ফরম্যাটে তিন ধরনের ব্যাটিং স্টাইল দরকার হয়, তাই একজন কোচ দিয়েতো আর সব স্টাইল পূর্ণ হয় না। আমরা সেই ব্যাপারেও আলোচনা করছি।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

