আইপিএল থেকে ছেড়ে দেওয়ার ভারতের সিদ্ধান্তের পর মোস্তাফিজুর রহমানকে ঘিরে আলোচনার শেষ নেই। একের পর এক নাটকীয় ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ও ক্রিকেটপাড়ায় তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। ঠিক এমন সময়েই নিজের অবস্থান স্পষ্ট করলেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
ফেসবুকে দেওয়া এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ স্ট্যাটাসে মোস্তাফিজ লিখেছেন, “Eyes on the field, mind on the win!”—অর্থাৎ মাঠেই চোখ, জয়ের দিকেই মন। চার শব্দের এই বার্তায় যেন সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন তিনি। বাইরে যত কথাই হোক, নিজের মনোযোগ যে পুরোপুরি ক্রিকেটেই, সেটাই বোঝাতে চাইলেন মোস্তাফিজ।
আইপিএল ইস্যুতে অনিশ্চয়তা, আলোচনা কিংবা সমালোচনা—সবকিছুকে পাশ কাটিয়ে মাঠের পারফরম্যান্সেই জবাব দিতে চান তিনি। ফেসবুকের এই স্ট্যাটাস তাই অনেকের কাছেই আত্মবিশ্বাসের প্রকাশ, আবার কারও চোখে এটি সংকল্পের ঘোষণা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
