ঢাকাTuesday , 23 April 2024
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

আম্পায়ারদের আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশের মোর্শেদ

Sahab Uddin
April 23, 2024 9:59 pm
Link Copied!

আইসিসির আম্পায়ারদের আন্তর্জাতিক প্যানেলে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের মোর্শেদ আলী। গত মাসে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন শরফদ্দৌলা।
ফলে আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশের একজন আম্পায়ারের জায়গা ফাঁকা ছিল। সেখানেই বিসিবির মনোনীত হিসেবে ঢুকেছেন মোর্শেদ।

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে আগে থেকেই আছেন বাংলাদেশের তিন আম্পায়ার- গাজী সোহেল, তানভীর আহমেদ এবং মাসুদুর রহমান। তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মোর্শেদ। বিসিবির আম্পায়ারস কমিটি সূত্রে এমনটাই জানা গেছে।

খেলোয়াড়ি ক্যারিয়ারে বাংলাদেশের জার্সিতে ৩টি ওয়ানডে খেলেছেন মোর্শেদ। ক্রিকেট ক্যারিয়ার শেষে আম্পায়ারিং বেছে নেন তিনি। দীর্ঘদিন ধরেই এ পেশায় যুক্ত থাকা মোর্শেদ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রিমিয়ার কাপে ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি, মেয়েদের ২টি ওয়ানডে এবং ১টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।