ঢাকাWednesday , 29 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশের দল ঘোষণা, রয়েছেন যারা

BDKL DESK
October 29, 2025 8:10 pm
Link Copied!

আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট সিক্স-এ সাইড টুর্নামেন্ট ‘হংকং সিক্সেস’। আসন্ন এই আসরে দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। দলটির নেতৃত্বে থাকছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।

বুধবার (২৯ অক্টোবর) হংকং সিক্সেস সামনে রেখে আকবর আলীর নেতৃত্বে ৭ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজেও আকবরের নেতৃত্বে খেলেছিল বাংলাদেশ ‘এ’ দল।

গত আসরের মতো এবারও দলে রয়েছেন তরুণ ওপেনার জিসান আলম। আগের আসরে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন তিনি। ৪ ম্যাচে ৭৬ গড়ে ১৫২ রান করার পাশাপাশি বল হাতেও শিকার করেছিলেন ৬ উইকেট। এছাড়া গত আসরে খেলা আবু হায়দার রনি ও মোহাম্মদ সাইফউদ্দিনও রয়েছেন স্কোয়াডে।

এবার নতুন করে দলে জায়গা পেয়েছেন যুব বিশ্বকাপজয়ী স্পিনার রাকিবুল হাসান, যিনি সম্প্রতি টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজেও খেলেছেন। দলে আরও আছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন এবং পেস অলরাউন্ডার তোফায়েল আহমেদ রায়হান।

আসন্ন টুর্নামেন্টে স্বাগতিক হংকং ছাড়াও অংশ নিচ্ছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, কুয়েত ও নেপাল। আগামী ৭ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ।

উল্লেখ্য, সিক্স-এ-সাইড ফরম্যাটে প্রতিটি দলের খেলোয়াড় সংখ্যা ছয়জন হওয়ায় ৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রতিটি ম্যাচ হবে ৬ ওভারের। শেষ আসরে সাইফউদ্দিনের নেতৃত্বে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ।

বাংলাদেশের স্কোয়াড
আকবর আলী (অধিনায়ক), জিশান আলম, তোফায়েল আহমেদ রায়হান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রাকিবুল হাসান ও আবু হায়দার রনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।