ঢাকাSaturday , 3 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

অবসর নিয়ে মুখ খুললেন মাহমুদউল্লাহ

BDKL DESK
January 3, 2026 9:58 pm
Link Copied!

গত বছর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেটে এখনো নিজের দাপট বজায় রেখেছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলছেন তিনি। শুক্রবার (২ জানুয়ারি) সিলেট টাইটান্সের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে দলকে জিতিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন এই সাইলেন্ট কিলার।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহর কাছে জানতে চাওয়া হয়, আর কতদিন বিপিএল বা প্রতিযোগিতামূলক ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। জবাবে এই অভিজ্ঞ ক্রিকেটার জানান, এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়ার পরিকল্পনা তার নেই এবং বিষয়টি নিয়ে ভাবার জন্য হাতে পর্যাপ্ত সময় রয়েছে।

মাহমুদউল্লাহ বলেন,‘আজ জানুয়ারির ২ তারিখ। বিপিএল ফাইনাল হবে ২৩ তারিখ। ফাইনালের পর ইনশাআল্লাহ আমার কাছে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার জন্য প্রায় ১০ থেকে ১১ মাস সময় থাকবে। তখন আমি দেখব কী করা যায়।’

অবসরের গুঞ্জনকে এখনই গুরুত্ব দিতে নারাজ মাহমুদউল্লাহ। সমর্থকদের আশ্বস্ত করে তিনি বলেন,‘১০-১১ মাস সময় আছে, এটা চিন্তা করার জন্য এখনো অনেক সময় বাকি। সঠিক সময়ে আপনাদের (গণমাধ্যমকে) সব জানাব ইনশাআল্লাহ।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।