মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে সমালোচনা নতুন নয়। স্লো এবং লো উইকেটের কারণে দেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দীর্ঘদিন ক্রীড়াঙ্গনে আলোচনা ছিল। সেই সমালোচনা এড়াতে সম্প্রতি অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত পিচ কিউরেটর টনি হেমিংকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর তাতেই কপাল পুড়ল শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভার।
দীর্ঘদিন ধরে মিরপুর স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে কাজ করেছেন গামিনি ডি সিলভা। স্লো উইকেট নিয়ে সমালোচনা হলেও এতদিন তাকে কেউ সরাতে সাহসও করেনি। তবে দীর্ঘ ১৫ বছর পর অবশেষে সরিয়ে দেয়া হয়েছে তাকে। বিসিবি সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কান এই কিউরেটরকে বদলি করা হয়েছে রাজশাহীতে। সেখানে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে যোগ দেয়ার কথা রয়েছে তার।
গামিনি ডি সিলভা ২০১০ সাল থেকে বিসিবিতে প্রধান কিউরেটর হিসেবে কাজ করছেন। তবে সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে মানহীন উইকেট বানিয়ে ফের নতুন করে সমালোচনার তিরে বিদ্ধ হন গামিনি। পাকিস্তানের কোচ-অধিনায়করা সংবাদ সম্মেলনে সরাসরি উইকেট নিয়ে প্রশ্ন তোলেন। এরপরই মূলত নড়েচড়ে বসে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এরপর বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান করে আনা হয় অস্ট্রেলিয়ান পিচ বিশেষজ্ঞ টনি হেমিংকে। নিয়োগ পেয়েই হেমিং কাজ করছেন মিরপুরে। তিনি মিরপুরের উইকেটের পূর্ণ দেখভাল করা ও এ নিয়ে স্থানীয় কিউরেটরদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব পেয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।