আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচের আগে উইকেট সর্ম্পকে ধারণা পেতে একমাত্র অনুশীলন ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাংলাদশ জাতীয় ক্রিকেট দলের পেসার তানজিম হাসান সাকিব।
আগামীকাল দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতির জন্য নিজেদের একমাত্র অনুশীলন ম্যাচে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ।
একই শহরে আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক ভিডিও বার্তায় তানজিম বলেন, ‘আমাদের একটি অনুশীলন ম্যাচ আছে। এই ম্যাচ দিয়ে আমরা মূল খেলার জন্য প্রস্তুতি নেব।’
তিনি আরও বলেন, ‘উইকেট সম্পর্কে (অনুশীলন ম্যাচ) ধারণা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এখানে কোন ডেলিভারি ভালো কাজ করে, তা জানতে পারবো। আবার কোন ডেলিভারি ব্যাটারদের সমস্যায় ফেলতে পারে- আমরা সেটাও বোঝার চেষ্টা করবো।
‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সাথে আছে বাংলাদেশ। দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের পর যথাক্রমে- ২৪ এবং ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে শুক্রবার দুবাই পৌঁছেছে বাংলাদেশ দল। শনিবার থেকে অনুশীলন সেশন শুরু করেছে টাইগাররা।
দুবাইয়ে অনুশীলন সেশন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তানজিম বলেন, ‘ দীর্ঘ ভ্রমন শেষে আমরা দুবাই পৌঁছেছি। পরের দিন আমরা বিশ্রাম নিয়েছি। বিশ্রামের পর আমরা ভালো বোধ করছি এবং অনুশীলন শুরু করেছি।’
বাংলাদেশ দলের অনুশীলন সেশন সম্পর্কে তানজিম আরও বলেন, ‘প্রথমে আমরা জিম সেশন করেছি এবং এরপর আমরা নেটে কিছু সময় কাটিয়েছি। সবকিছু সত্যিই ভালো হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা ভালো বোধ করছি এবং অনুশীলনের পর দলের অনুভূতি বেশ ভাল।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।