ঢাকাWednesday , 1 November 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

৩০ ওভারেই ম্যাচ জেতার পরিকল্পনা ছিল: ফখর জামান

Sahab Uddin
November 1, 2023 1:24 am
Link Copied!

বাংলাদেশের দেওয়া ২০৫ রানের লক্ষ্য ৩২.৩ ওভারেই টপকে যায় পাকিস্তান। তাদের এই জয়ের দারুণ ভিত গড়ে দেন দুই ওপেনার ফখর জামান ও আব্দুল্লাহ শফিক। ১২৮ রানের ওপেনিং জুটিই মূলত বাংলাদেশকে ম্যাচ থেকে একেবারে ছিটকে দেয়।

পাকিস্তানের রানরেটও অনেক খারাপ। তাই দ্রুতই ম্যাচ শেষ করার পরিকল্পনা ছিল ৮১ রান করে ম্যাচ সেরা হওয়া ফখর জামানের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ফখর বলেন, ‘নেট রানরেটের কথা আমাদের মাথায় ছিল। আমরা যখন একশো পার হই তখনই ইচ্ছা ছিল ৩০ ওভারের ভেতর ম্যাচ শেষ করার। আমি এর আগে অনেক ব্যর্থ হয়েছিলাম। আজকে রান পেয়ে ভালো লাগছে এবং আশা করছি পরের ম্যাচেও বড় রান করতে পারবো।’

পাকিস্তানের জয়ের দিনে ইমাম উল হকের বদলি হিসেবে একাদশে জায়গা পান ফখর। নিজের ব্যাটিংটা নিয়েও কাজ করছিলেন তিনি। এই বা হাতি ব্যাটার বলেন, ‘আমি এশিয়া কাপের পর থেকেই ব্যাটিং নিয়ে কাজ করছি। আমি ক্যাম্পে ভালোই বোধ করছিলাম এবং দলে সুযোগের অপেক্ষায় ছিলাম। আজকে আমার পরিশ্রম আমাকে সার্থক করেছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।