নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ও ওয়ানডে জিতেছে বাংলাদেশ। এবার তাদের সামনে সুযোগ টি-টোয়েন্টি ম্যাচ জেতা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে বাংলাদেশের দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে প্রস্তুত তার দল। তবে টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহের চোখ টি–টোয়েন্টি বিশ্বকাপে।
টি-টোয়েন্টিতে এখনো ধারাবাহিক পারফর্ম করতে পারছে না বাংলাদেশ। ঘরের মাঠে ভালো খেললেও দেশের বাইরে জয় পাওয়াটা কঠিন হয়ে যায় বাংলাদেশের জন্য। আর নিউজিল্যান্ডের মাটিতে তো এখন পর্যন্ত একটি টি-টোয়েন্টি ম্যাচেও জয় পায়নি বাংলাদেশ। এমন অবস্থায় নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, ‘কতটা কঠিন জিজ্ঞেস করলে বলব, আমরা এখনো নিউজিল্যান্ডে কোনো টি-টোয়েন্টি ম্যাচ জিতিনি। ওয়ানডেতে একটা জয় পেয়েছি সেটাও সিরিজের শেষ ম্যাচ। আমরা কীভাবে খেলতে চাই তার উপর কন্ডিশনের বড় একটা ভূমিকা আছে। একইসাথে আমরা একটা চোখ রাখছি বিশ্বকাপে। আমরা বিশ্বকাপের জন্য পরিকল্পনা সাজানোর চেষ্টা করছি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনো বেশ সময় থাকলেও, হাতে থাকা সময়ে নিজেদের ভালোভাবে প্রস্তুত করতে চান কোচ হাথুরু। সংবাদ সম্মেলনে টাইগার কোচ বলেন, ‘এখন থেকে আমরা ১১টি ম্যাচ খেলতে পারব, সঙ্গে বিপিএলও আছে। আমরা আমাদের সমন্বয়টা বের করার চেষ্টা করব। বিশ্বকাপে আমরা কীভাবে খেলতে চাই, সেটার ভূমিকাও দিয়ে দেয়া হবে। এটাই আসলে পরিকল্পনা।’
বিশ্বকাপের আগে বেশকিছু সময় থাকলেও, নিউজিল্যান্ডের বিপক্ষে কি পরিকল্পনা নিয়ে খেলতে চান হাথুরু তার উত্তরও দিয়েছেন টাইগার কোচ। হাথুরুসিংহে বলেন, ‘পরিকল্পনার কথা বললে আমি বলব, কন্ডিশন অনুযায়ী অনেক পরিকল্পনাই সাজানো হয়েছে। সবকিছু বিবেচনা করে ঠিক করব, কোন পরিকল্পনা ধরে এগিয়ে যাব এবং আমরা কীভাবে খেলতে চাই।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।