ঢাকাSunday , 12 May 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্ট্রাইক রেট নিয়ে যে ব্যাখা দিলেন শান্ত

Sahab Uddin
May 12, 2024 7:13 pm
Link Copied!

ঘরের মাটিতে খেলার পাশাপাশি প্রতিপক্ষ জিম্বাবুয়ের সাম্প্রতিক ফর্মও ভালো নয়। ফলে ফেভারিট হিসেবেই টি-টোয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশ। প্রথম চার ম্যাচে জয় পেলেও ব্যাটারদের কেউ কেউ নিজেদের মেলে ধরতে পারেননি। শেষ ম্যাচে বোলাররাও ছিলেন মলিন। তাতে ধবলধোলাই আর করা হয়নি বাংলাদেশের। এদিকে সফরকারীদের মধ্যে পাঁচ ম্যাচে হাসেনি শান্তর ব্যাট। এছাড়া আলোচনায় এসেছে তার স্ট্রাইক রেট নিয়ে। তবে এ জন্য সময় চেয়েছেন টাইগারত অধিনায়ক।

একই সঙ্গে ম্যানেজমেন্টকে ভালো উইকেটে খেলার তাগিদ দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ম্যাচ শেষে শান্ত বলেন, ‘আমার কাছে সেটা মনে হয় না। কারণ আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়। স্ট্রাইক রেট, স্ট্রাইক রেট…কিন্তু জিনিসটা হলো যে আপনি যদি চিন্তা করেন আমরা সম্প্রতি ভালো উইকেটে খেলা শুরু করেছি। শ্রীলঙ্কার সঙ্গে যে টি-টোয়েন্টি সিরিজটা খেললাম, ওটা ভালো উইকেটে খেলেছি। কিন্তু এই জিনিসটা সময় দিতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা যদি লম্বা সময় ধরে ভালো উইকেটে খেলার শুরু করি, ছয় মাস, এক বছর, দুই বছর তারপর আপনি দেখবেন প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। এটা শুধু আন্তর্জাতিক ক্রিকেটে হলে হবে না, আমরা যে বিপিএলে খেলি ওই জায়গাতেও ভালো উইকেটে খেলতে হবে অনেক লম্বা সময় ধরে তারপর আপনি এই পার্থক্যটা দেখতে পাবেন।’

শেষ হওয়া সিরিজের পাঁচ ম্যাচে সেভাবে রান দেখা যায়নি বাংলাদেশের। বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটের রানের ফোয়ারা চলে। সেখানে দেড়শোর আশেপাশে রান বিশ্বকাপে বাংলাদেশ জন্য চিন্তার বিষয়। পাশের দেশ ভারতেও এবার রানের বন্য চলছে। সেক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে আছে বেশ। তবে টাইগার অধিনায়ক এ নিয়ে ভাবছেন না। তার ভাষ্যে, আইপিএলের মতো আন্তর্জাতিক ক্রিকেটে খেলা সম্ভব নয়। তাই আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে আইপিএলকে মেলাতে চান না তিনি।

এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমার তো মনে হয় না। কারণ আইপিএল যে উইকেটে হয়েছে..আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট মেলানোই যাবে না। আমার মনে হয় লাস্ট ইয়ার পিএসএলেও এরকম রান হয়েছে, ২০০ প্লাস, আড়াইশ রানও হয়েছে। কিন্তু আন্তর্জাতিকে আমি যতটুকু জানি ১৬০ থেকে ১৭৫-১৮০, ২০০ রান যদি কোনো দল করে এটা খুব ভালো স্কোর।’

আসন্ন বিশ্বকাপে ১৬০-১৮০ রানেই উইকেট হবে মনে করেন শান্ত। তিনি বলেন, ‘এটা সচরাচর রেগুলার কিন্তু দেখা যায় না। আমার মনে হয় বিশ্বকাপে এরকমই রান হবে, ১৬০-৮০ এর মধ্যেই থাকবে ভালো উইকেটে। এর ভেতরই বোলারদের ডিফেন্ড করতে হবে বা রান চেজ করতে হবে। আইপিএলের সঙ্গে তুলনা করাটা আমার মনে হয় না কখনোই যৌক্তিকতা।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।