সৌদি কিংস কাপ ফুটবলের সেমিফাইনাল থেকে বিদায় নিলো ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। গতরাতে টুর্নামেন্টের সেমিফাইনালে ১০ জনের আল ওয়েদার কাছে ১-০ গোলে হেরেছে আল নাসর। ম্যাচের ২৩ মিনিটে একমাত্র গোলটি করেছেন আল ওয়েদার ফরাসি স্ট্রাইকার জিন ডেভিড বিগুয়েল।
অস্কার দুয়ার্তের পাস থেকে বাই-সাইকেল কিকে গোলটি করেন বিগুয়েল। দ্বিতীয়ার্ধে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছাড়েন ওয়েদার আব্দুল্লাহ আল-হাফিত। দলটি শেষ ৪০ মিনিট ১০ জন নিয়ে খেললেও জয়ের স্বাদ নিতে পারেনি রোনালদোর আল নাসর। প্রতিপক্ষের গোলমুখে মাত্র ১টি শট নিতে পারেন রোনালদো। প্রথমার্ধে নেয়া সেই শট রুখে দেন প্রতিপক্ষে গোলরক্ষক।
সৌদি সুপার কাপের পর কিংস কাপ থেকেও খালি হাতে বিদায় নিলো আল নাসর। সৌদি প্রো-লিগের শেষ দুই ম্যাচে জয় পায়নি দলটি। ১টিতে ড্র ও হারের স্বাদ পায় তারা। ২৪ ম্যাচ খেলে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে আল নাসর। ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আল ইত্তিহাদ। ১ ম্যাচ কম খেলে ৩ পয়েন্টে এগিয়ে আল ইত্তিহাদ।
ম্যানচেষ্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে যোগদানের পর নিজেদের সেরা রুপ দেখাতে পারছেন না রোনালদো। এখন পর্যন্ত ১৪ ম্যাচে ১১ গোল করেছেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।