ঢাকাMonday , 8 January 2024
  1. online casino
  2. online casino lebanon
  3. philippines online casino
  4. slovenian online casino
  5. world cup cricket t20
  6. অলিম্পিক এসোসিয়েশন
  7. অ্যাথলেটিক
  8. আইপিএল
  9. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  10. আন্তর্জাতিক
  11. আরচারি
  12. এশিয়া কাপ
  13. এশিয়ান গেমস
  14. এসএ গেমস
  15. কমন ওয়েলথ গেমস

সাকিবের প্রতি শিশির, ‘আমার সমর্থন তোমার পাশে ছিল’

Sahab Uddin
January 8, 2024 12:50 am
Link Copied!

ক্রিকেট মাঠের পর এবার রাজনীতিতেও বড় বাউন্ডারি হাঁকালেন সাকিব আল হাসান। প্রথমবার রাজনীতিতে নেমেই জাতীয় সংসদ নির্বাচনে জয়ের দেখা পেয়েছেন এই টাইগার অলরাউন্ডার। মাগুরা-১ আসন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে নির্বাচনে জয় পেয়েছেন সাকিব। বড় ব্যবধানেই জয়ের দেখা পেয়েছেন তিনি।

সাকিবের এমন বিজয়ে মাগুরা আর ক্রিকেট ভক্তদের মত উল্লাসিত তার স্ত্রী উম্মে শিশির আল হাসান। অতীতেও স্বামী সাকিবের নানা উত্থান-পতনে নিজের উপস্থিতি ফেসবুকের মাধ্যমে জানান দিয়েছেন তিনি। ব্যতিক্রম হল না জাতীয় নির্বাচনের পরেও। ফেসবুকে শিশির লিখেছেন ‘আমার সমর্থন সবসময় তোমার পাশে ছিল।’

ফেসবুক স্ট্যাটাসে অভিনন্দন জানিয়ে শিশির লিখেছেন, ‘একটা নতুন শুরুর জন্য তোমাকে অভিনন্দন প্রিয় স্বামী। তুমি জীবনের প্রতিটা ক্ষেত্রেই বিজয়ী হয়েছিলে। যদিও আমি সেখানে ছিলাম না তবে আমার সমর্থন সবসময় তোমার পাশে ছিল। মাগুরার লোকদের অসংখ্য ধন্যবাদ নিজেদের ঘরের ছেলে এতটা ভালোবাসা এবং সম্মান দিয়ে বরণ করার জন্য।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।