আঙুলের চোট নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। হাতে টেপ পেঁচিয়ে পেইনকিলার খেয়ে ব্যাট হাতে তিনি ৮২ রান করেছিলেন । যদিও তার ভাঙা আঙুল নিয়ে যাত্রা এর পরদিনই শেষ হয়ে যায়। আঙুলে চিড় ধরা পড়ায় দেশে ফিরে আসেন সাকিব। অন্তত এক মাসের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে।
নিয়মিত অধিনায়ক ফিরলেও, বিশ্বকাপে বাংলাদেশের এখনও একটি ম্যাচ বাকি। সেই ম্যাচের জন্য সাকিবের বদলি হিসেবে ভারতে উড়াল দেন এনামুল হক বিজয়। আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচে তাকে দেখা যাবে কি না এমন প্রশ্নে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের জবাব, ‘দলের ১৫ জনের একজন সে। তারও খেলার সম্ভাবনা রয়েছে।’
বিজয়ের মতো অভিজ্ঞ একজন ক্রিকেটারকে পাওয়াটা স্বস্তির বলছেন হাথুরু, ‘আমি নির্ভার। অধিনায়ক হারানোয় নির্ভার নই অবশ্যই। তার পরিবর্তে কাউকে পেয়ে নির্ভার। বিজয়ের মতো অভিজ্ঞ কাউকে পাওয়া স্বস্তির। এটা ভালো দিক।’
এদিকে, সাকিবকে ছাড়া একাদশ সাজানো নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘যখন আপনার কাছে সাকিবের মতো ক্রিকেটার থাকবে– এক নম্বর অলরাউন্ডার, একজন ক্রিকেটার দুজনের কাজ করে, তাকে ছাড়া নতুন কম্বিনেশনে খেলা কঠিন। সাকিব না থাকায় বোলিংয়ে যে শূন্যতা তৈরি হবে, সেটা একজন স্পিনার কিংবা একজন পেসার দিয়ে পূরণ করার চেষ্টা করব। ব্যাটিংয়ে সাকিবকে মিস করতে যাচ্ছি, তার নেতৃত্বও। সুতরাং এটা কঠিন হবে।’
আগামীকাল বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচ। অস্ট্রেলিয়ার সঙ্গে সাকিববিহীন টাইগারদের লড়াই শুরু হবে সকাল ১১টায়। চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের খেলা এখনও নিশ্চিত নয়। তবে তাদের ভালো সুযোগ রয়েছে। এজন্য বাংলাদেশকে বড় ব্যবধানে হারা চলবে না। বিশ্বকাপ হারালেও অন্তত আসন্ন টুর্নামেন্টটির সমীকরণ মেলাতে চায় হাথুরুসিংহের শিষ্যরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।