ঢাকাSaturday , 26 October 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সভাপতি নির্বাচিত হয়েই গঠনতন্ত্র সংস্কারের তাগিদ

BDKL DESK
October 26, 2024 9:51 pm
Link Copied!

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। দেড় ঘন্টা পর নব-নির্বাচিত চার সহ-সভাপতি ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সিনিয়র সহ-সভাপতিকে নিয়ে মিডিয়া ব্রিফ করেন তাবিথ।

বাফুফে নব নির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল শুরুতেই বলেন, ‘বিগত জুলাই-আগস্ট মাসে বিপ্লবী ছাত্র জনতার অবদানে মুক্ত বাংলাদেশে আজকে আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে ধন্যবাদ জানাই একজন তরুণ ক্রীড়াপ্রেমীক আমাদের বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। উনার দিক নির্দেশনায় এবং উনার সাহসে আমরা এ রকম একটা ভালো মুক্ত পরিবেশে নির্বাচন করে আগামী দিনের ফুটবলকে আরো ভালো জায়গায় নেয়ার প্রস্তুতি নিচ্ছি।’

সভাপতি হয়েই গঠনতন্ত্র সংস্কারে বিষয়টি স্পষ্ট করে বলেন তাবিথ, ‘আমরা সকলেই একমত যে ফুটবলে আমরা সংস্কার আনতে চাই। এই কারণে আমরা শুরুতে গঠনতন্ত্র সংস্কার হাতে নিবো। একই সঙ্গে মাঠে খেলা চলমান থাকে, মানটা আরো ওপরের দিকে হয় সেই চেষ্টাও থাকবে।’

সকল ফেডারেশন জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে স্থানীয় পর্যায়ে খেলা পরিচালনা করে। বাফুফে ২০০৮ সাল থেকে করে আসছে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে। গঠনতন্ত্রের কোন অংশের সংস্কার এই প্রশ্নের উত্তরে নতুন সভাপতি বলেন, ‘আমরা অনেকগুলো কর্মপরিকল্পনা হাতে নিবো। ইতোমধ্যে আপনারা জানেন আমাদের সিনিয়র সহ-সভাপতি ফেডারেশন সংক্রান্ত একটি ম্যানুয়াল দিয়েছেন। আরো ডকুমন্টে সামনে এনে প্রথম মিটিংয়ে আমরা ফাইনাল সিদ্ধান্ত নিব। অবশ্যই আমাদের লক্ষ্য ফুটবলকে এগিয়ে আনা।’

সালাউদ্দিন আমলে নির্বাহী সভায় অনেক সিদ্ধান্ত হতো না। সভাপতির ইচ্ছে-অনিচ্ছায় অনেক কিছু হয়েছে। তাবিথ আমলে কেমন চর্চা হবে ? এমন প্রশ্নের উত্তরে নতুন সভাপতি বলেন, ‘আমাদের কমিটি কিভাবে চলবে কোন প্রক্রিয়ায় চলবে সেগুলো আমরা আমাদের প্রথম নির্বাহী মিটিংয়ের মাধ্যমে আপনাদেরকে পেশ করব। মুখের কথা নয়, অ্যাকশনে বিশ্বাস করি। আপনারা একটু ধৈর্য্য ধরেন আমাদের কাজের ফলাফল দেখতে পাবেন।’

নির্বাহী কমিটির সবাই মিলে সকল চ্যালেঞ্জ উতরানোর প্রত্যাশা তাবিথের,‘ আমরা এখানে ছয় জন নির্বাচিত হয়েছি। কিছুক্ষণ পর আরো ১৫ জন নির্বাহী সদস্য হিসেবে আসবেন। এই দল নিয়ে আমি বিশ্বাস করি কোনো চ্যালেঞ্জই চ্যালেঞ্জ নয়।’

তাবিথ আউয়াল বাংলাদেশ জাতীয়বাদী দলের রাজনীতির সঙ্গে যুক্ত। সভাপতি নির্বাচিত হয়ে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে স্মরণ করলেও আবার নির্দলীয় কথাও বলেছেন তাবিথ, ‘আমরা ধন্যবাদ জানাই দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদ জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যে আমাদেরকে বারেবারে সাহস দিয়েছে ক্রীড়াকে এগিয়ে নিতে। ক্রীড়ার মাধ্যমে আমরা যেন দেশটাকে এগিয়ে নিতে পারি। ভালো কিছু উপহার দিতে পারি। একই সঙ্গে ক্রীড়া চলমান অবস্থায় দলীয়করণ না চলে আসে, সেই সিদ্ধান্ত আমাকে দিয়েছে বাস্তবায়নের জন্য।’

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।