বিশ্বকাপের শেষটাও হার দিয়ে শেষ করলো পাকিস্তান। সেমিফাইনালের অসম্ভব সম্ভাবনাকে সামনে রেখে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামে পাকিস্তান। শেষ পর্যন্ত ইংলিশদের বিপক্ষে ৯৩ রানের পরাজয় বরণ করেই বাড়ির পথ ধরে বাবর আজমরা।
শেষ ম্যাচে বোলিংটা যাচ্ছেতাইভাবে করে পাকিস্তান। ইংল্যান্ডের দেয়া ৩৩৮ রানের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় তারা। বাবর আজম ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্টানে এসে বলেন, ‘সত্যিই হতাশাজনক পারফরম্যান্স। যদি আমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা জিততা হয়তো ফল ভিন্ন হতো। তবে অবশ্যই আমরা বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিংয়ে ব্যর্থ হয়েছি।’
দলের প্রয়োজনে স্পিনাররা মাঝের ওভারে কার্যকরী ভূমিকা পালন করে। কিন্তু পাকিস্তানের স্পিনাররা তেমন উইকেটই নিতে পারেনি। বাবর হতাশা নিয়ে বলেন, ‘আমাদের স্পিনাররা মাঝের ওভারে উইকেট নিতে পারেনি। এটা অনেক বড়ভাবে আমাদের আঘাত করে। যদি স্পিনাররা উইকেট না নিতে পারে তাহলে আপনি ঝামেলায় পড়বেনই।’
বিশ্বকাপ শেষে নিজেদের সবভুল শোধরানোর জন্য সবাই বসার তাগিদও দেন বাবর। ‘আমরা একসাথে বসবো। দেখি আমাদের ভালো-খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করতে হবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।