বিসিএল ফাইনালে অনবদ্য সেঞ্চুরি হাঁকালেন শাহাদাত হোসেন দিপু। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া এ তরুণ শনিবার শেরে বাংলায় বিসিএল ওয়ানডে টুর্নামেন্টের দিবা-রাত্রির ফাইনালে দারুন দায়িত্বপূর্ণ সেঞ্চুরি করলে তার দল পূর্বাঞ্চল ২৭৫ রানের বড় সড় স্কোর গড়েছে উত্তরাঞ্চলের বিপক্ষে।
শাহাদাত দিপু শেষ পর্যন্ত নটআউট থাকেন ১১৩ রানে (১২২ বলে)। মন্থর গতির নির্জীব উইকেটে ফ্রি স্ট্রোক খেলা কঠিন ছিল। এর মধ্যেও শাহাদাত দিপু ৯ বাউন্ডারি ও ২ ছক্কায় ১১৩ রারে হার না মানা ইনিংস উপহার দিয়েছেন।
৫ নম্বরে নেমে দিপু হাল ধরার আগে পূর্বাঞ্চলকে একটা লড়াকু পুঁজি পেতে ভূমিকা রেখেছেন বাঁ-হাতি ওপেনার পারভেজ হোসেন ইমনও। এই বাঁ-হাতি ফ্রন্টলাইনারের ব্যাট থেকে এসেছে ৮৯ বলে ৭৩ রানের ইনিংস।
এছাড়া মিডল অর্ডারে উইকেটরক্ষক ইরফান শুক্কুরও বল সমান ৩৬ রানের আক্রমণাত্মক ইনিংস উপহার দিলে পৌনে তিনশো রানের লড়াকু স্কোর পায় পূর্বাঞ্চল।
উত্তরাঞ্চলের ডানহাতি মিডিয়াম পেসার নাহিদ রানা একাই পূর্বাঞ্চল ব্যাটারদের ওপর কর্তৃত্বা ফলালেন। একাই ৫ উইকেট দখল করছেন তিনি। ওপেনার সৈকত আলী (৪) ছাড়া পূর্বাঞ্চলের বাকি ৫ জন (পরভেজ ইমন), মাহমুদুল হাসান জয় (১৬), মুমিনুল হক (৮), ইরফান শুক্কুর (৩৬) ও বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেকে (৪) আউট করেন নাহিদ রানা।
সংক্ষিপ্ত স্কোর
পূর্বাঞ্চল: ২৭৫/৬, ৫০ ওভার (সৈকত আলী ৪, পারভেজ হোসেন ইমন ৭২, মাহমুদুল হাসান জয় ১৬, মুমিনুল হক ৮, শাহাদাত হোসেন দিপু অপরাজিত ১১৩, ইরফান শুক্কুর ৩৬, নাসুম ৪, নাইম হাসান অপরাজিত ৩; নাহিদ রানা ৫/৫০, শহিদুল ইসলাম ১/৬৯)।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।