তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ৮ উইকেটের বড় জয়ের পর আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে দুই দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগারদের অধিনায়ক নাজমুল শান্ত। আর বল হাতে শুরুতেই দলকে উইকেট এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ। তবে ব্যাট হাতে আজ দুর্দান্ত খেলেছেন কুশল মেন্ডিস। লঙ্কান এই ওপেনারের খেলা ৫৫ বলে ৮৬ রানের ইনিংসেই নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রানের সংগ্রহ গড়ে সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। দলীয় ১৩ রানেই আউট হয়ে সাজঘরে ফিরছেন লিটন। এরপর চতুর্থ ওভারে বোলিংয়ে এসেই একে একে শান্ত, তাওহীদ হৃদয় এবং মাহমুদউল্লাহকে ফিরিয়েছেন নুয়ান থিসারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।