ঢাকাWednesday , 27 December 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

শরীফুল–মেহেদীদের প্রশংসায় যা বললেন স্যান্টনার

Sahab Uddin
December 27, 2023 6:06 pm
Link Copied!

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে যেখানে শেষ করেছিল, সেখান থেকেই যেন টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ জয়ের পর এবার টি-টোয়েন্টিতেও পেয়েছে ঐতিহাসিক এক জয়। স্বাগতিকদের ১৩৪ রানে থামিয়ে বাংলাদেশ জিতেছে ৫ উইকেটে।

দাপুটে বোলিংয়ের পর এ ম্যাচে ব্যাটিংয়ে পথ দেখিয়েছেন লিটন দাস ও মেহেদী হাসান। আর ব্যাটে-বলে আলো ছড়িয়ে ম্যাচসেরা হয়েছেন মেহেদী। ১৪ রানে ২ উইকেট পাওয়ার পর ব্যাট হাতে খেলেছেন ১৬ বলে ১৯ রানের অপরাজিত এক ইনিংস। আর ওপেনার লিটন অপরাজিত ছিলেন ৩৬ বলে ৪২ রান করে।
নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন চোটের কারণে না থাকায় এই ম্যাচে নিউজিল্যান্ডের নেতৃত্ব দিয়েছেন মিচেল স্যান্টনার। ম্যাচ শেষে বাংলাদেশের প্রশংসার পাশাপাশি নিজের হতাশার কথাও বলেছেন কিউই অধিনায়ক। হারের জন্য মূলত ব্যাটিংকেই দুষেছেন তিনি। বলেছেন, স্কোর বোর্ডে রান আরেকটু বেশি হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।
ম্যাচ শেষে বাংলাদেশের প্রশংসা করে স্যান্টনার বলেছেন, ‘বাংলাদেশকে কৃতিত্ব দিতে হবে। তারা ভালো খেলেছে। ১৫০-১৬০ সম্ভবত ভালো সংগ্রহ হতো। আমরা বল হাতে লড়াই করে চেষ্টা করেছি ম্যাচটাকে রোমাঞ্চকর করতে। কিন্তু ব্যাট হাতে কিন্তু পাওয়ারপ্লেতে আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি।’

এদিন ৫০ রানে ৫ উইকেট হারানোর পর অধিনায়ক স্যান্টনারের সঙ্গে জুটি গড়ে দলকে টেনে নেন জিমি নিশাম। দলের বিপর্যয়ের মধ্যেও ২৯ বলে চার ৪ ও ৩ ছক্কায় ৪৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন নিশাম। তাঁর প্রশংসা করে স্যান্টনার বলেছেন, ‘নিশাম ভালো খেলেছে। সে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করেছে।’
এদিন শুরু থেকেই দারুণ বোলিং করেছে বাংলাদেশের বোলাররা। তবে মাউন্ট মঙ্গানুইয়ে পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জেতার প্রত্যয়ের কথা বলেছেন স্যান্টনার। তিনি বলেছেন, ‘বাংলাদেশ দুর্দান্ত বোলিং করেছে। হার্ড লেংথে করেছে। ক্রস ব্যাটে খেলা কঠিন ছিল। আশা করি, মাউন্ট মঙ্গানুইয়ে ভিন্ন উইকেটে আমরা ভালো কিছু করতে পারব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।