জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের প্রথম ম্যাচে গতকাল জয় পেয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ-সাইফউদ্দিনদের দুর্দান্ত বোলিংয়ে সফরকারীরা অলআউট হয় ১২৪ রানেই। ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ম্যাচটি জিতেছে ৮ উইকেটের ব্যবধানে।
এদিকে টাইগারদের এমন জয়ের দিনেও রানের দেখা পাননি লিটন দাস। তানজিদ তামিমের সঙ্গে ম্যাচ ওপেন করতে নেমে তিনি আউট হয়েছেন ১ রান করেই। তবে টাইগারদের ব্যাটিং কোচ ডেভিড হেম্প লিটনের ছন্দে ফেরার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
আজ সংবাদমাধ্যমে টাইগারদের ব্যাটিং কোচ বলেন, ‘সে রান পাচ্ছে না। তবে কঠোর পরিশ্রম ঠিকই করে যাচ্ছে। এটাই মূল ব্যাপার, ধারাবাহিকভাবে ভালো করার চেষ্টা করা। খেলোয়াড়দের এ ধরনের সময়ের মধ্য দিয়ে যেতে হয় যখন সে রান পাবে না। সে–ও একই সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।’
ওপেনিংয়ে ব্যাট করা সহজ নয় জানিয়ে হেম্প আরও বলেন, ‘ওপেনিং সহজ নয়। বল নতুন থাকে। কাল যেমন নতুন বলে মুভমেন্ট ছিল। বেশির ভাগ পড়ে ভেতরে আসছিল। সুতরাং কাজটা সহজ নয়। ওপেনিংয়ে ব্যাটিং করা সহজ নয়।’
এদিকে আরেক ওপেনার অভিষিক্ত তানজিদ তামিম আগের চেয়ে উন্নতি করেছেন বলেই জানিয়েছেন হেম্প। তিনি বলেন, ‘সে উন্নতি করছে। ৫০ ওভারের বিশ্বকাপেও খেলেছে। সে এইচপি প্রোগ্রামে ছিল। ফলে আমার তাকে আগে দেখার অভিজ্ঞতা আছে। সে প্রতি সপ্তাহে, প্রতি মাসেই উন্নতি করছে। আগের চেয়ে ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে। তার এখনো উন্নতির অনেক জায়গা আছে। তবে তরুণ ক্রিকেটারদের নিজের শক্তির জায়গা প্রয়োগ করে ভালো করতে দেখার বিষয়টি দারুণ। বর্তমানে সে সঠিক পথেই এগোচ্ছে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।