নিউজিল্যান্ডের মাটিতে চলতি সফরে আরেকটি প্রথমের জন্ম দিয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি হেরে গেলেও দেশটিতে সাদা বলের জয়খরা কাটায়। ওয়ানডেতে প্রথমবারের মতো কিউই দুর্গ জয় করে বাংলাদেশ। নেপিয়ারের একই ভেন্যুতে কয়েকদিনের ব্যবধানে নিউজিল্যান্ডের মাটিতে এবার টি-টোয়েন্টিতেও প্রথম জয় পেলো।
ম্যাকলিন পার্কে কিউইদের ৫ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়ে দারুণ খুশি অধিনায়ক শান্ত। একই সঙ্গে গর্বিতও।
জয়ের পর শান্ত জানালেন, ‘খুবই রোমাঞ্চিত। যেভাবে খেলেছি, তাতে গর্বিত। ছেলেরা দ্রুত শিখেছে। (রান তাড়ায় চাপ) ক্রিকেটের সৌন্দর্য এটিই। তবে তাদেরকে আটকে দেওয়ার পর থেকেই আত্মবিশ্বাসী ছিলাম আমরা।’
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে তিনি আরও বলেছেন, ‘আজ আমরা যেভাবে খেলেছি তাতে খুব গর্বিত। রোমাঞ্চও অনুভব করছি।’
বাংলাদেশের দারুণ বোলিংয়ে কিউইদের ইনিংস ১৩৪ রানে আটকে যায়। শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসান তিনটি করে উইকেট নেন। বোলাদের নান্দনিক পারফরম্যান্সের পর অধিনায়কের কণ্ঠে স্তুতি, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ যে তারা দ্রুত শিখেছে। শরিফুল, তানজিম হাসান সাকিব ও মেহেদী নতুন বলে খুব ভালো করেছে। মেহেদী তো এই কন্ডিশনে দারুণ বল করেছে।’
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি জিতে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। এখন লক্ষ্য দ্বিতীয় ম্যাচটি জিতে সিরিজ নিশ্চিত করা। শান্ত মনে করেন দ্বিতীয় ম্যাচটিতে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, ‘দ্বিতীয় ম্যাচটা এখন খুবই গুরুত্বপূর্ণ। খেলোয়াড়েরা আত্মবিশ্বাসী আছে। এখন আমাদের পরিকল্পনা করতে হবে পরের ম্যাচের জন্য এবং আশা করি, সবাই নিজেদের কাজটা করবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।