উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম পর্বে রাতে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে স্প্যানিশ ক্লাবের কাছে হেরে বিদায় নেয় পেপ গার্দিওলার দল। সে হিসেবে এবারের লড়াইটা প্রতিশোধেরও। রাত একটায় সান্তিয়াগো বার্নাব্যুতে খেলবে দু দল।
ইউরোপীয়ান ফুটবলের শ্রেষ্ঠ কোচদের তালিকায় পেপ গার্দিওলার নামটি উপরের দিকেই। অথচ কি এক রহস্যে সেরা দল নিয়েও সেই ২০১১র পর থেকে বারবার শুন্য হাতে ফিরতে হয়েছে তাকে। আরো একবার ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে নক আউট পর্বে ম্যানসিটি। গার্দিওলার চোখ ফাইনালে।
লিগে তার দল এগুচ্ছে দুরন্ত গতিতে। শেষ ১০ ম্যাচের প্রতিটিতেই মাঠ ছাড়ে জয় নিয়ে। অবিশ্বাস্য ফর্মে আছেন স্ট্রাইকার আর্লিং হলান্ড। ইংল্যান্ড লিগের সব রেকর্ড ভেঙে এগিয়ে যাচ্ছেন নরওয়ের তারকা। তাই ম্যানচেস্টার সিটিকেই ধরা হচ্ছে ফেবারিট।
অন্যদিকে স্প্যানিশ লিগে ধুকছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার চেয়ে ১৩ পয়েন্টে পিছিয়ে তাদের অবস্থান দুইয়ে। শেষ তিন ম্যাচের দুটিতে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।
এর আগে চ্যাম্পিয়নস লিগে দু দল মুখোমুখি হয়েছে আটবার। সেখানে জয় পরাজয়ে সমতা। তিনটি করে ম্যাচ জেতে দু দল। ড্র হয় বাকি দুটি। ম্যানসিটিকে ফেবারিট ধরা হলেও চ্যাম্পিয়নস লিগের ইতিহাস বলে ১৪ বার ট্রফি জেতা রিয়াল মাদ্রিদই এই টুর্নামেন্টের রাজা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।