উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে চেলসি। অন্য ম্যাচে, এসি মিলানের প্রতিপক্ষ নাপোলি। দুটি খেলাই শুরু হবে বাংলাদেশ সময় রাদ একটায়।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয়বার স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে চেলসি। উভয় দলই একবার করে জয় পেয়েছে। তবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে রিয়াল মাদ্রিদ, ইংলিশ প্রতিপক্ষের বিপক্ষে নয়বারই জিতেছে। লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা এই দলটির বর্তমানে ভালো ফর্মে নেই। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের পথে এগিয়ে যেতে কার্লো আনচেলোত্তির দলকে জয়ের মধ্যেই থাকতে হবে। শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ জিততে হলে জয়ের ধারা অব্যাহত রাখা ছাড়া বিকল্প নেই করিম বেনজেমাদের।
এদিকে, কার্লো আনচেলোত্তির ছাত্র ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের হাতেই পড়েছে এবার চেলসিকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব। তবে প্রিমিয়ার লিগে ১১তম স্থানে থাকা দলটিকে অন্তবর্তীকালীন কোচ ল্যাম্পার্ডও দিশা দেখাতে পারছেন না। নিজের প্রথম ম্যাচে উলভারহ্যাম্পটনের কাছে হেরেছে অল ব্লু’রা।
হলে কি হবে, স্প্যানিশ প্রতিপক্ষের বিপক্ষেই ঘুরে দাঁড়ানোর ইচ্ছে ল্যাম্পার্ডের। কারণ চ্যাম্পিয়ন্স লিগে শেষ নয় ম্যাচে প্রতিপক্ষের মাঠে চেলসি হেরেছে মাত্র একটিতে। আর অপরাজিত আছে টানা তিন ম্যাচে। তাই সন্তিয়াগো বার্নাব্যুতে একটি দারুণ লড়াই আশা করছেন ফুটবল প্রেমিরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।