অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ ফুটবল দল মেলবোর্নে দ্বিতীয় অনুশীলন করেছে মঙ্গলবার। ম্যাচের আগে বাংলাদেশের শেষ প্রস্তুতি আগামীকাল (বুধবার)। পরের দিন বাংলাদেশ সময় বিকেল তিনটায় বড় পরীক্ষায় নামবে জামাল ভূঁইয়ারা।
২০১৫ সালে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচ খেলে গোল হজম করেছিল ৯টি। এর মধ্যে পার্থে হার ছিল ৫-০ ব্যবধানে। ৮ বছর পর সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের ব্যবধান কমানোই হবে বাংলাদেশের প্রধান লক্ষ্য। আর এই কাজটি করতে হলে ঘাম নিংড়ে দিতে হবে রক্ষণভাগের খেলোয়াড় ও গোলরক্ষককে। স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা মেলবোর্নে অনুশীলন সেশনে রক্ষণেই বেশি জোর দিচ্ছেন।
সকারুজদের বিপক্ষে মাঠে নামার আগে ক্যাবরেরাকে অনেক কিছু মোকাবিলার প্রস্তুতি নিতে হচ্ছে। সেখানকার আবহাওয়া, অস্ট্রেলিয়ান ফুটবলাদের গতি, পাওয়ার ও দৈহিক গঠন বাংলাদেশ কোচের ভয়ের কারণ। সর্বশেষ কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেসিদের সঙ্গে দুর্দান্ত লড়াই করে ২-১ গোলে হেরেছিল তারা। সেই দলটির সামনে বাংলাদেশ কতটা কুলিয়ে উঠতে পারবে তার সিংহভাগই নির্ভর করবে রক্ষণের ওপর।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাওয়ার পর যে দুই সেশন অনুশীলন হয়েছে তাকে ফলপ্রসুই মনে করছেন দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। মঙ্গলবার মেলবোর্ন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় বিশ্বনাথ বলেছেন, ‘পরশু আমাদের ম্যাচ। এখানে ভালো অনুশীলন হয়েছে। অনেক পরিশ্রম করেছি। অনেক কিছু নিয়ে কাজ করছি। সবার কাছে দোয়া চাই যাতে ভালো কিছু করে মাঠ ছাড়তে পারি।’
অস্ট্রেলিয়া প্রতিপক্ষ মানেই ঝড়টা যাবে রক্ষণের ওপর দিয়ে। আর সে রক্ষণের ক্যাবরেরার ভরসার এক নাম বিশ্বনাথ। রক্ষণ নিয়ে বিশ্বনাথ বলেছেন, ‘আসলে এখানে কেবল ডিফেন্সেরই কাজ নয়, কাজ পুরো দলের। ফরোয়ার্ড, মিডফিল্ডার, ডিফেন্ডার ও গোলরক্ষক সবাইকে এক সূতোয় বেঁধে কাজ করতে হবে। প্রত্যেক খেলোয়াড়কে নিজের জায়গা থেকে শতভাগ দিতে হবে। তাহলেই ভালো কিছু আশা করা যাবে।’
প্রতিপক্ষ কেমন তার ওপর নির্ভর করে খেলা। এটা টেকনিক্যাল বিষয়। এ প্রসঙ্গে বিশ্বনাথ বলেন, ‘কোচ আমাদের ব্লক নিয়ে কাজ করাচ্ছেন। মিড ব্লক বা লো ব্লোক যাই বলি-এসব নিয়ে কাজ করছি। বিল্ডআপের ক্ষেত্রেও এমন কিছু হবে। আমরা এক পাশ দিয়ে বিল্ডআপ শুরু করবো। আমরা শুরুটা করবো লো ব্লোক দিয়ে।’
সকারুজদের ঝড় সামলানোর বড় কাজটা করতে হতে পারে গোলরক্ষক মিতুল মারমাকে। তরুণ এই গোলরক্ষক মনে করেন, ‘আসলে জাতীয় দলের সব ম্যাচই ফাইটিং। ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে। অনেক ভালো ফুটবল খেলছে তারা। সে হিসেবে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের চেষ্টা থাকবে নিজেদের সেরাটা করার।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের রক্ষণ কৌশল কেমন হবে এমন এক প্রশ্নের জবাবে শেখ রাসেল ক্রীড়া চক্রের এ গোলরক্ষক বলেন, ‘আমরা বিগত যে টুর্নামেন্ট ও ম্যাচগুলো খেলেছি সেখানে আমাদের ডিফেন্সলাইন অনেক ভালো করেছে। আমাদের চেষ্টা থাকবে আরো ভালো কিছু করার। ওরা অনেক শক্তিশালী। তাদের বিরুদ্ধে খেলতে হলে আমাদের বাড়তি কিছু করতে হবে। এখানকার আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে আমগে এসেছি। তা নিয়ে কাজ করছি।’
গোলরক্ষক হিসেবে নিজের লক্ষ্য নিয়ে মিতুল মারমা বলেন, ‘গোলপোস্টে দাঁড়িয়ে অবশ্যই আমার লক্ষ্য থাকবে যাতে গোল হজম না করি। নিজের সেরা পারফরম্যান্স যেন করতে পারি। আমাদের প্রথম চেষ্টা থাকবে রক্ষণ সামলানো। তারপর প্রতি আক্রমণের সুযোগ তৈরি করা।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।