ঢাকাMonday , 27 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ম্যাচ চলাকালীন অসুস্থ, হাসপাতালে নেয়ার পর মারা গেলেন ফিজিও

BDKL DESK
October 27, 2025 4:52 pm
Link Copied!

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডের খেলা চলাকালীন এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে বরিশাল বিভাগের মধ্যকার ম্যাচের তৃতীয় দিনের খেলা চলাকালে মাঠেই অসুস্থ হয়ে পড়েন দলটির ফিটনেস ট্রেনার হাসান আহমেদ এবং পরে হাসপাতালে নেয়ার পর শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন ফিজিও হাসান আহমেদ। দ্রুত তাকে অ্যাম্বুলেন্স যোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি হলে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানেই দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বরিশাল বিভাগীয় দলের ড্রেসিং রুমে। ম্যাচ শেষে দলের ক্রিকেটার ও অফিসিয়ালরা ছুটে যান হাসপাতালে। ডা. হাসান আহমেদের বাড়ী বরিশালের মেহেদীগঞ্জে। খবর শোনার পরপরই পরিবারের সদস্যরা খুলনার উদ্দেশ্যে রওয়ানা হন। সন্ধ্যায় তার মরদেহ বরিশালের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

এদিকে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ৪৭ বছর বয়সী এই ফিজিও আজ খুলনায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের মধ্যকার ২৭তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ চলাকালীন তৃতীয় দিনের খেলায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে মৃত্যুবরণ করেন।

বিবৃতিতে আরও জানায়, হাসান আহমেদ দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বরিশাল বিভাগীয় দলের ফিজিও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ট্রমা ভিকটিমস-এর (বিআরসিটিভি) প্রোগ্রাম ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন।

তার আকস্মিক মৃত্যুতে ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার প্রতি শ্রদ্ধা জানাতে আজ সন্ধ্যায় চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জাতীয় দলের ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরবেন এবং ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। এনসিএলের প্রথম রাউন্ডের চতুর্থ দিনের খেলায় মাঠে নামা অন্যান্য দলগুলোও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবে বলে জানিয়েছে বিসিবি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।