গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। এবার নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে আইপিএল ফ্যাঞ্চাইজিটি। মুস্তাফিজ ছাড়াও গেল আসরে দল পেয়েছিলেন সাকিব আল হাসান ও লিটন দাস। এবার তাদেরও ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
ছেড়ে দেওয়াদের তালিকায় পড়ে গেলেও আগামী ১৯ ডিসেম্বরের মিনি নিলামে দল পাওয়ার সুযোগ থাকছে টাইগার ক্রিকেটারদের। যদিও এই তিন ক্রিকেটারের পারফরম্যান্স বিবেচনায় নিলে বিষয়টা একটু কঠিনই।
এদিকে, মুস্তাফিজকে ছেড়ে দিয়ে তাকে নিয়ে আবার নিজেদের ফেসবুক পেজে পোস্ট করেছে দিল্লি। মুস্তাফিজকে মিস করার কথা জানিয়ে তারা লিখেছে, ফিজি ২০২৪ সালে তোমাকে এবং তোমার এই হাসি মিস করবো।
দিল্লি ক্যাপিটালসের ছেড়ে দেওয়া ক্রিকেটারের তালিকা-
রাইলি রুশো, চেতন সাকারিয়া, রোভম্যান পাওয়েল, মানীশ পান্ডে, ফিল সল্ট, মুস্তাফিজুর রহমান, কমলেশ নাগরকোটি, রিপাল প্যাটেল, সরফরাজ খান, আমান খান, প্রিয়াম গর্গ।
দিল্লি ক্যাপিটালসের ধরে রাখা ক্রিকেটারের তালিকা-
ঋষভ পান্ত, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, ইয়াশ ধুল, অভিষেক পোরেল, অক্ষর প্যাটেল, ললিত যাদব, মিচেল মার্শ, প্রভিন দুবে, ভিকি অস্টওয়াল, এনরিখ নরকিয়ে, কুলদীপ যাদব, লুঙ্গি এনগিদি, খলিল আহমেদ, ইশান্ত শর্মা, মুকেশ কুমার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।