ঢাকাMonday , 30 October 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

মন খারাপ করে থাকলে চলবে না, সামনে এগোতে হবে: সাকিব

Sahab Uddin
October 30, 2023 10:35 pm
Link Copied!

সাকিব আল হাসান বিশ্বকাপের শুরুর দিকটাতে ছিলেন প্রায় মিডিয়া বিমুখ। নেদারল্যান্ডস ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন, এলেন পাকিস্তান ম্যাচের আগেও।
সাংবাদিকরা অনেকটা বিস্মিতই হলেন তাকে দেখে। কিন্তু মাঝে একদিন বিরতি দিয়ে এখন সাকিব বেশ চনমনে।

ডাচদের বিপক্ষে হারের পর তার কণ্ঠে ছিল বিষণ্নতা। পাকিস্তান ম্যাচের আগে তার কথা বলা দেখে ভিনদেশি এক সাংবাদিক প্রশ্নটা করেই ফেললেন। তার কথা শেষ হওয়ার আগেই হেসে সাকিব বললেন ‘আমার কণ্ঠ বদলে গেছে? আলাদা?’ দলের পরিস্থিতিটা কীভাবে বদলাবেন? এবার তিনি বললেন, ‘আমরাই কেবল পারি দলের পরিস্থিতি বদলে দিতে নিজেদের অ্যাকশন দিয়ে। এটাই করার চেষ্টায় আছি আমি। ’

এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় পেয়েছিল বাংলাদেশ। কিন্তু এরপর থেকে ঘুরপাক খাচ্ছে হারের বৃত্তে। সবশেষ আঘাতটা এসেছে নেদারল্যান্ডসের কাছে হারে। এরপর দুদিন বিরতি দিয়ে নামতে হচ্ছে পাকিস্তানের বিপক্ষে। এই সময়ে কী হলো?

সাকিব বলেন, ‘স্বাভাবিকভাবে ওদিন তো সবাই অনেক খারাপ ফিল করেছে। কিন্তু আসলে খারাপ ফিল করতে থাকলে তো চলবে না। সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আমাদের। সবাই সেটা করার চেষ্টা করেছে। আমরা একসঙ্গে বসে আলাপ করেছি, ব্যক্তিগতভাবে আলাপ করেছি। যেভাবে করা সম্ভব, যেটা করলে আমাদের মনে হয়েছে হয়তো ভালো কিছু হতে পারে। সেগুলো আমরা করার চেষ্টা করেছি। ’

আগামীকাল দুপুর আড়াইটায় কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।