ঢাকাTuesday , 20 May 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতের কাবাডির নিলামে ১০ বাংলাদেশি

BDKL DESK
May 20, 2025 10:10 pm
Link Copied!

ভারতের জনপ্রিয় প্রো কাবাডি লিগের আসন্ন ১২তম আসরের নিলামের জন্য বাংলাদেশ থেকে রেকর্ড সংখ্যক ১০ জন খেলোয়াড়ের নাম চাওয়া হয়েছে। আগামী ৩১ মে ও ১ জুন অনুষ্ঠিতব্য নিলামের জন্য এই তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

ফেডারেশন জানায়, নিলামের জন্য যেসব খেলোয়াড়ের নাম পাঠানো হয়েছে, তারা হলেন: মিজানুর রহমান, লিটন আলী, আরিফ রব্বানী, রাসেল হাসান, রাজীব আহমেদ, রোমান হোসাইন, দ্বীপায়ন গোলদার, মনিরুল চৌধুরী, আল আমিন ও শাহ মোহাম্মেদ শাহান।

ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘খেলোয়াড় বাছাইয়ে আমাদের একটি সিলেকশন কমিটি রয়েছে। তারাই দক্ষতার ভিত্তিতে এই ১০ জন খেলোয়াড় বেছে নিয়েছেন। এর মধ্যে তিনজন খেলোয়াড় মিজান, লিটন ও আরিফ সাম্প্রতিক আন্তর্জাতিক ম্যাচে দুর্দান্ত পারফর্ম করায় বিশেষ প্রাধান্য পাবেন।’

প্রো কাবাডি লিগে বাংলাদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ এবারই সবচেয়ে বড় পরিসরে হতে চলেছে। ইরানের পর বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি খেলোয়াড়কে নিলামে চাওয়া হয়েছে। এর আগে নেপাল কাবাডি লিগে বাংলাদেশের ছয়জন খেলোয়াড় অংশ নিয়েছেন। এছাড়া নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের একটি ঐতিহাসিক টেস্ট সিরিজও খেলে এসেছে বাংলাদেশ দল।

এই অগ্রগতি বাংলাদেশের কাবাডি অঙ্গনের জন্য বড় এক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন পর আন্তর্জাতিক কাবাডি মঞ্চে বাংলাদেশি খেলোয়াড়দের চাহিদা বাড়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে দেশের কাবাডিপ্রেমীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।