অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে মুখোমুখি হচ্ছে দুদল। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ভারত, তাই যাত্রাটা কঠিন টাইগার যুবাদের জন্য। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবং আসরের অন্যতম ফেবারিট টিম ইন্ডিয়া। ১৫ আসরের মধ্যে পাঁচবারই শিরোপা নিয়ে ঘরে ফিরেছে যে দল।
বাংলাদেশের জন্য আত্মবিশ্বাসের কারণ হতে পারে মেন ইন ব্লুদের বিপক্ষে সবশেষ ম্যাচ। দুবাইয়ে এশিয়া কাপের সেমিফাইনালে এই ভারতকেই হারিয়েছিল দল। একপেশে সে ম্যাচে তিন বিভাগেই ছড়ি ঘুরেছিল মাহফুজুর রহমান রাব্বির দল।
ভিন্ন কণ্ডিশন আর বিশ্বকাপের মঞ্চ হওয়ায় ভারত পরীক্ষায় স্বস্তিতে থাকার সুযোগ নেই বাংলাদেশের। কদিন আগেই দক্ষিণ আফ্রিকার মাটিতে ত্রিদেশীয় সিরিজেও দারুণ ছন্দে ছিল মেন ইন ব্লু শিবির। সে সিরিজে চার ম্যাচের চারটিতেই জয় তুলে নেয় উদয় শাহারানের দল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।