ঢাকাSunday , 12 May 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপের জন্য ভালোভাবেই প্রস্তুত দেখছেন শান্ত

Sahab Uddin
May 12, 2024 7:16 pm
Link Copied!

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির শেষটা রাঙাতে পারল না বাংলাদেশ। ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে আট উইকেটে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। এর আগে প্রথম চার ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। তবে শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন থেকে যায়।

পাঁচ ম্যাচ সিরিজে চতুর্থ ম্যাচে ১০১ রানের ওপেনিং জুটির পরও ১৪৩ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। যা এই সিরিজে টপ অর্ডারের ব্যাটিংয়ে সর্বোচ্চ রান। এবাদে ব্যাটারদের বলার মতো পারফরম্যান্স নেই টাইগারদের।

এ নিয়ে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে শান্ত বলেন, ‘পুরো সিরিজে আমরা যেভাবে খেলেছি, আমার মনে হয়েছে আমাদের উন্নতির বেশ কিছু জায়গা রয়েছে। আজ মাহমুদউল্লাহ ও জাকের যেভাবে ব্যাটিং করেছে, তা আমাদের জন্য স্বস্তির। তবে, আমি মনে করি আমরা ব্যাট হাতে ভালো শুরু করতে পারিনি।’

তিনি আরও যোগ করেন, ‘মিডল অর্ডারে সুযোগ ছিল। সাকিব মাঝে কিছু ওভারে ভালো ব্যাট করেছে। আমি তাদেরকে নিয়ে খুশি। তবে, আমি মনে করি বিশ্বকাপের আগে আমরা নিজেদেরকে আরও ভালোভাবে প্রস্তুত করব। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এখনও তিনটি ম্যাচ রয়েছে। আমি আশা করি, আমরা নিজেদের সেরাটা দিতে পারব।’

আগামী ২১ মে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ যথাক্রমে ২৩ ও ২৫ মে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স মাঠে। বিশ্বকাপে বাংলাদেশের দুটি ম্যাচ রয়েছে যুক্তরাষ্ট্রে। ৮ জুন সকাল সাড়ে ৬টায় টেক্সাসের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বমঞ্চে যাত্রা শুরু করবে টাইগাররা। এরপর ১০ জুন রাত সাড়ে ৮টায় নিউইয়র্কে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।