বিপিএলের দশম আসরে সময়টা ভালো যাচ্ছে না অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে গঠিত ফরচুন বরিশালের। রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর টানা তিন হারের স্বাদ পেয়েছে তামিমের দল। কঠিন এই সময়ে সুখবর পেয়েছে বরিশাল।
নিলামে বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে নিলেও ফিটনেস ইস্যুতে এতদিন বরিশালের জার্সিতে ম্যাচ খেলা হয়নি এই পেস অলরাউন্ডারের। অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার ছাড়পত্র পেয়েছেন তিনি।
আরও পড়ুন: বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে বাংলাদেশের সামনে যে সমীকরণ
বিসিবির মেডিকেল বিভাগ থেকে সবুজ সংকেত মেলায় বিপিএলের ঢাকা পর্ব থেকে ফরচুন বরিশালের জার্সিতে দেখা যেতে পারে সাইফউদ্দিনকে। ঢাকায় দ্বিতীয় দফায় খেলা গড়াবে ৬ ফেব্রুয়ারি। সেদিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে বরিশাল।
উল্লেখ্য, ৪ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে রয়েছে ফরচুন বরিশাল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।