বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন চেয়ারম্যান হয়েছেন মাহবুব আনাম। তিনি ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হলেন। বৃহস্পতিবার (১৯ জুন) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে জানা গেছে, বিপিএলে আগামী আসরের আগে কিছু কাঠামোগত ও সাংগঠনিক পরিবর্তন আসতে পারে।
এছাড়া বোর্ড সভাতে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনজনকে উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন। হসপিটালিটি খাতের বিশেষজ্ঞ মো. শাকাওয়াত হোসেনকে ক্রিকেট ট্যুরিজম উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে স্পোর্টস মিডিয়া বিশ্লেষক সাইয়েদ আবিদ হোসেন সামি হয়েছেন ক্রিকেট উপদেষ্টা। আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার শাইখ মাহাদি দায়িত্ব পেয়েছেন লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে।
গত আসরে বিপিএলের অনেক কিছুই হযবরল অবস্থায় ছিল। ক্রিকেটারদের পারিশ্রমিকসহ নানা কিছুতে এই আসর হয়েছে কলঙ্কিত। ৬ মাস পেরিয়ে গেলেও বেশকিছু ফ্যাঞ্চাইজি ক্রিকেটারদের পারিশ্রমিক এখনও পরিশোধ করেনি। সবমিলিয়ে ফারুকের নেতৃত্বে থাকা বিপিএল গভর্নিং কাউন্সিল পুরোপুরি ব্যর্থ হয়েছিল। ওই কমিটির সদস্য সচিব ছিলেন নাজমুল আবেদীন ফাহিম। তিনি তার দায়িত্ব ধরে রেখেছেন। কমিটিতে নতুন সদস্য ফাহিম সিনহা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।