ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের খেলায় বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মুখোমুখি হয়েছিলো মোহামেডান ও প্রাইম ব্যাংক। সেই ম্যাচে মুশফিকের আউট নিয়ে বিতর্ক তৈরি হয়। গতকালের ম্যাচের প্রতিক্রিয়া শুক্রবার (২৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন মুশফিকুর রহিম।
মিরপুরে বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে ৩১৭ রানের পুঁজি পায় মোহামেডান। জবাবে ২৮৪ রানে থামে প্রাইম ব্যাংকের ইনিংস। ফলে ৩৩ রানে জয় পায় মোহামেডান।
প্রাইম ব্যাংকের ব্যাটিংয়ের সময় মুশফিকের আউট নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। মুশফিক ছয় হাঁকাতে গিয়ে ক্যাচ আউট হন। তবে কিছুক্ষণ পর বিপত্তি বাধে। মুশফিক মাঠ ছাড়ার আগে তার সতীর্থরা তাকে আটকান। তাদের দাবি ছিল মুশফিকের ক্যাচ নেয়া আবু হায়দারের পা বাউন্ডারি ছুঁয়েছে।
পরবর্তীতে রিপ্লেতে দেখা যায়, ক্যাচ ধরে ওঠার সময় আবু হায়দারের পা বাউন্ডারি ছুঁয়েছে। এরপর খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। তবে শেষ পর্যন্ত মুশফিককে আউট দেয়া হয়। ডিপিএলে পর্যাপ্ত ক্যামেরা না থাকায়, আম্পায়ারদের রিপ্লে দেখা সম্ভব হয়নি। ফলে আউট দেয়া হয় মুশফিককে।
তবে সেই বিতর্কিত আউটের প্রতিক্রিয়া মুশফিক আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন। সেই ক্যাচে ছবি পোস্ট করে সেখানে ক্যাপশন হিসেবে লিখেছেন ‘মাশা আল্লাহ্।’
এদিকে গতকাল ম্যাচ শেষের পর প্রাইম ব্যাংকের খেলোয়াড়রা ড্রেসিংরুম থেকে বের হয়নি। প্রাইম ব্যাংকের কোনো খেলোয়াড় মোহামেডানের কারও সঙ্গে হাতও মেলাননি। এনিয়ে গতকাল রনি তালুকদার সংবাদমাধ্যমে কথাও বলেছেন। মোহামেডানের হয়ে শতক করা রনি বলেন, ‘আমরা তো মাঠেই ছিলাম। বাকিটা প্রাইম ব্যাংকের ব্যাপার।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।