ঢাকাThursday , 12 October 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশকে হারাতে যে ছক কষছে নিউজিল্যান্ড

Sahab Uddin
October 12, 2023 5:24 pm
Link Copied!

ইংল্যান্ডের কাছে বড় পরাজয়ের পর ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ দল। টাইগারদের লক্ষ্য নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়ানোর। শনিবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে কিউইদের মুখোমুখি হবে টাইগাররা। এই ম্যাচে ফিরবেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

চলতি বছরের এপ্রিলে আইপিএল খেলার সময় ইনজুরিতে পেড়ছিলেন তিনি। এরপর থেকেই মাঠের বাইরে উইলিয়ামসন। শঙ্কা জেগেছিল বিশ্বকাপ দলে থাকা নিয়েও, তবে সেই শঙ্কা উড়ে গেছে। কিন্তু চোট থেকে ফেরার পর এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। সবকিছু ঠিক থাকলে সাকিবদের বিপক্ষে ম্যাচ দিয়েই বাইশ বাইশ গজে ফিরবেন এই অভিজ্ঞ ব্যাটার।

বৃৃহস্পতিবার (১২ অক্টোবর) চেন্নাইয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন উইলিয়ামসন। চলতি বিশ্বকাপে প্রথমবারের এসেছেন তিনি। সেখানেই জানিয়েছেন, নিজের মাঠে ফেরার কথা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়েও নিজেদের পরিকল্পনা জানিয়েছেন তিনি।

কেন উইলিয়ামসন বলেন, ‘এটা আমাদের জন্য আসলেই কিছুটা চ্যালেঞ্জ। কারণ আপনি জানেন, এটা এমন একটা ফরম্যাট যেখানে যেকেউ, যেকাউকেই হারিয়ে দিতে পারে। এটাতে কোনো সন্দেহ নেই যে, দুই দলের বেশ কিছু ভালো স্পিনার আছে। তারা কালকের ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে। আমরা আসলে কি করতে পারি, আমাদের প্লেয়াররা কি করতে পারে সে দিকেই আমাদের নজর থাকবে।’

চেন্নাইয়ের মাঠ বরাবরই স্পিন সহায়ক হয়ে থাকে। আইপিএলের ম্যাচ গুলোর সময় সেটাই প্রমাণ হয়েছে। এছাড়া বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচেও স্পিনারদের দাপট দেখা গেছে। কিউই অধিনায়ক বলেন, ‘উপমহাদেশের কন্ডিশনে বলতেই হয়, তাদের দলে বেশ কিছু ম্যাচ উইনার আছে। আমি আগেই বললাম, এটা এমন একটা টুর্নামেন্ট যেখানে প্রতিটা দলেরই চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা আছে। আসলেই দল হয়ে খেলা গুরুত্বপূর্ণ। কারণ এটা লম্বা টুর্নামেন্ট।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।