কিলিয়ান এমবাপের দেওয়া একমাত্র গোলে রেনসকে হারিয়ে ফ্রেঞ্চ কাপের ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মেই। প্রতিদ্বন্দ্বিপূর্ণ সেমিফাইনাল খেলার সাত মিনিটেই পেনাল্টি পায় পিএসজি। তবে গোল করতে ব্যর্থ হন এমবাপে।
১৩ মিনিটে মিনিটে এমবাপের চেষ্টা ব্যর্থ হলে, ধারণা করা হচ্ছিলো পিএসজির জন্য খারাপ কিছু অপেক্ষা করছে। তবে খেলার ৪০ মিনিটে এমবাপে যে গোলটি করেন তাতেই নিশ্চিত হয় পিএসজির জয়।
আগামী মৌসুমে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার কথা রয়েছে কিলিয়েন এমবাপের। দল ছেড়ে যাওয়ার আগে তিনি ঝলক দেখিয়ে যাচ্ছেন পিএসজিকে। আগামী ২৫ মে লিগ কাপের শিরোপা লড়াইয়ে অলিম্পিক লিওঁয়ের মুখোমুখি হবে পিএসজি। ফাইনাল জিতলে ১৫তম বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে প্যারিস সেন্ট জার্মেই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।