লোটন সিটিকে ২-০ গোলে পরাজিত করে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে আর্সেনাল। নিজেদের মাঠ অ্যামিরেটস স্টেডিয়ামে, খেলার ২৪ মিনিটে অধিনায়ক মার্টিন ওডেগার্ড এগিয়ে দেন গানারদের।
প্রথমার্ধের খেলা শেষের এক মিনিট আগে আর্সেনালের একটি আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন লোটনের জাপানিজ ডিফেন্ডার হাসিওকা। এই জয়ে ৩০ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে, ২৯ ম্যাচ খেলা লিভারপুলের চেয়ে এক পয়েন্ট এগিয়ে গেলো আর্সেনাল।
এদিকে, ফিল ফোডেনের হ্যাটট্রিকে অ্যাস্টন ভিলাকে ৪-১ ব্যবধানে হারিয়ে জয়যাত্রা অব্যাহত রেখেছে ম্যানচেস্টার সিটি। কোচ পেপ গার্দিওয়ালা এ ম্যাচে বিশ্রামে রেখেছিলেন আর্লিং হল্যান্ড এবং কেভিন ডি বোয়েরকে। অন্য ম্যাচে, ব্রেন্টফোর্ডর সাথে গোল শুন্য ড্র করেছে ব্রাইটন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।