পাকিস্তানের বিপক্ষে ডেভিড ওয়ার্নার গত সাত-আট বছর ধরে বিধ্বংসী। শুক্রবার (২০ অক্টোবর) বিশ্বকাপ ম্যাচেও সেঞ্চুরি করেছেন তিনি। এ নিয়ে বাবর আজমের দলের বিপক্ষে শেষ চার ওয়ানডেতেই শতকের দেখা পেলেন তিনি।
বেঙ্গালুরুর চিন্বাস্বামী স্টেডিয়ামে মোহাম্মদ নেওয়াজের বলে সিঙ্গেল নিয়ে ৮৫ বলে সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। এবারের বিশ্বকাপে এটিই তার প্রথম সেঞ্চুরি। শতকের পথে ৭টি চার ও ৬টি ছক্কা মেরেছেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২৪ রান নিয়ে অপরাজিত তিনি।
পাকিস্তানের বিপক্ষে ওয়ার্নারের আগের তিনটি ইনিংস হলো- ১৩০, ১৭৯ ও ১০৭ রানের। ২০১৭ সালে সিডনিতে ১১৯ বলে ১৩০ রান করেছিলেন তিনি। ওই সিরিজেই অ্যাডিলেডে ১২৮ বলে করেন ১৭৯। ১০৭ রানের ইনিংসটি ২০১৯ সালের বিশ্বকাপে, টন্টনে।
ক্যারিয়ারে পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৪টি ইনিংস খেলেছেন ওয়ার্নার। যেখানে ফিফটি একটি হলেও সেঞ্চুরির সংখ্যা ৪টি। মোট রান আটশোর বেশি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।