ঢাকাMonday , 23 October 2023
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

Sahab Uddin
October 23, 2023 12:26 am
Link Copied!

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচে মাঠে নামার আগে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ নারী দল। সোমবার (২৩ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায় নিগার সুলতানা জ্যোতির দলের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান নারী ক্রিকেট দল। প্রস্তুতি ম্যাচ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে এই দুই দল।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর। ২৭, ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

এর আগে, টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। দুই তারকা ক্রিকেটারকে ছাড়াই ১৫ সদস্যের এই দল ঘোষণা করা হয়। বাংলাদেশ নারী দলের দুই তারকা ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলমকে দলের বাইরে রেখেই ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। জাতীয় দলের জার্সিতে লম্বা সময় ধরেই দলের বাইরে জাহানারা। চলতি বছরের মে’তে সর্বশেষ ম্যাচ খেলেছেন তিনি।

অন্যদিকে, সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না হওয়ায় দলে সুযোগ মেলেনি অভিজ্ঞ সালমা খাতুনের। শেষ পাঁচ ম্যাচে তিনি নিয়েছেন মাত্র একটি উইকেট।

বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, শর্না আক্তার, রিতু মনি, শরিফা খাতুন, সানজিদা আক্তার, রাবেয়া সুলতানা, ফাহিমা খাতুন, নিশিতা আক্তার নিশি, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষা, সাথী রানী

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।