ঢাকাSunday , 3 December 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাঁচ বছর পর স্বাধীনতা কাপের সেমিফাইনালে রহমতগঞ্জ

Sahab Uddin
December 3, 2023 11:22 pm
Link Copied!

পাঁচ বছর পর স্বাধীনতা কাপের সেমিফাইনালে উঠেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় পুলিশ এফসিকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে পুরান ঢাকার ক্লাবটি।
রহমতগঞ্জের হয়ে জোড়া গোল করেছেন স্যামুয়েলস।

আক্রমণ-পাল্টা আক্রমণে চলা ম্যাচে দুই দলই লড়াই করেছে সমানে সমান। দশম মিনিটে দারুণ আক্রমণে উঠে পুলিশ। কিন্তু মানাস কারিপভের শট ফিরিয়ে দেন রহমতগঞ্জের গোলরক্ষক মোহাম্মদ নাইম। দ্রুতই আক্রমণে যায় রহমতগঞ্জও। ২০তম মিনিটে স্যামুয়েল কোনির হেড দূরের পোস্টে লেগে প্রতিহত হওয়ার পর ক্লিয়ার করেন এক ডিফেন্ডার।

২২তম মিনিটে এগিয়ে যায় পুলিশ। এদুয়ার্দ মোরিও বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পুলিশ এফসি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন ইবারগেন গার্সিয়া। ম্যাচে ফিরতে সময় লাগেনি রহমতগঞ্জের। ২৮তম মিনিটে স্যামুয়েলসের শরীর ঘুরিয়ে নেওয়া ভলিতে সমতায় ফিরে রহমতগঞ্জ।

তিন মিনিট পরে এগিয়েও যায় রহমতগঞ্জ। সুশান্ত ত্রিপুরার ফ্রি কিকে ইসকান্দার সিদ্দিক জনোভের হেডের পর নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন স্যামুয়েলস। দ্বিতীয়ার্ধে এই ব্যবধান ধরে রেখে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে রহমতগঞ্জ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।