বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপের আগেই ওয়ানডে ফরম্যাটে দায়িত্ব পালন করবেন না সেটা বলেছিলেন তিনি। এছাড়া টেস্ট ক্রিকেটেও নিয়মিত নন সাকিব। সে কারণে নতুন করে বিসিবির ভাবনা চলছে অধিনায়কত্ব ইস্যু নিয়ে। তবে এখন পর্যন্ত নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। আপাতত নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের জন্য অধিনায়ক হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত।
টাইগার ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত অবশ্য প্রস্তুত তিন ফরম্যাটের অধিনায়ক হতে। বিশ্বকাপে সাকিবের অনুপস্থিতিতে ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক হয়েছিলেন এই টপঅর্ডার ব্যাটার। এবার তার অ্যাসাইনমেন্ট টেস্টে।
সিলেটে প্রথম টেস্টের আগে আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হন টাইগার এই ব্যাটার। সেখানে তিন ফরম্যাটের অধিনায়কত্বের বিষয়ে প্রশ্ন করা হলে জানালেন তিনি বিশ্বাস করেন সব ফরম্যাটের অধিনায়ক হতে প্রস্তুত।
শান্ত বলছিলেন, ‘তখন যেটা বলেছিলাম, সব ফরম্যাটের জন্যই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ওই যোগ্যতা আমার আছে। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। আর যেই অধিনায়ক হবে সে যদি লম্বা সময় ধরে থাকে তাহলে তার প্লান করাটা সুবিধার হবে। সামনে যেই আসবে আমি মনে করি ও যদি সুযোগ পাই সে অনেক ভালো কিছু করবে এবং প্লান করতে সুবিধা হবে তার।’
অনেকের মতেই সিলেটে খেলতে নামা দলটাই নতুন এক বাংলাদেশ। অন্তত ৫জন অভিজ্ঞ ক্রিকেটার নেই এই ম্যাচে। কোচ হাথুরুসিংহেও বলছেন অভিজ্ঞদের মিস করবেন তিনি। তবে শান্ত শোনালেন ভিন্ন কিছু, ‘আমি একদম অনেক নতুন দল বলবো না। কিন্তু অভিজ্ঞতা কম। অবশ্যই এটা একটা না একটা সময় হবেই। বাংলাদেশ ক্রিকেটে যারা এতদিন খেলেছে সাকিব ভাই, তামিম ভাই, রিয়াদ ভাই, মুশফিক ভাই এখনও খেলছে। একটা সময় উনারা খেলবেন না।’
নতুনদের সুযোগ কাজে লাগানোর একটা উপযুক্ত সময় হিসেবেই এই সিরিজকে দেখছেন শান্ত, ‘এটাই একটা সময় আমি মনে করি। এটা একটা সুযোগ যে আমরা যারা তরুণ ক্রিকেটার বা নতুন দলে এসেছে তাদের জন্য একটা সুযোগ। এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত এবং প্রত্যেক খেলোয়াড় তার জন্য প্রস্তুত। এই সুযোগটা কীভাবে কাজে লাগাবে সেটার জন্য তারা পরিকল্পনা করছে। ’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।