বাংলাদেশ নারী ক্রিকেটারদের বেতন ও ভাতা বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে চুক্তিভুক্ত নারী ক্রিকেটারদের গড় বেতন প্রায় ৩৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুধু বেতন নয়, নিগার সুলতানা জ্যোতিদের দৈনিক ভাতা এবং সফরের সময়কার ভাতাও বাড়ানো হয়েছে।
নতুন বেতন কাঠামো অনুযায়ী, নারী ক্রিকেটারদের সর্বোচ্চ মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করা হয়েছে।‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা এই বেতন পাবেন, যার মধ্যে আছেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও শারমিন আক্তার সুপ্তা।
‘বি’ ক্যাটাগরির বেতন ১ লাখ থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৩৫ হাজার টাকা। ‘সি’ ক্যাটাগরিতে স্বর্ণা আক্তারের বেতন ৭০ হাজার থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা এবং ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ৬০ হাজার থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
দলের অধিনায়ক মাসিক ৩০ হাজার টাকা এবং সহ-অধিনায়ক ২০ হাজার টাকা করে অতিরিক্ত ভাতা পাবেন। চুক্তিতে না থেকেও যারা জাতীয় দলে খেলবেন, তারা মাসে ৬০ হাজার টাকা করে বেতন পাবেন।
বেতনের পাশাপাশি ম্যাচ এবং সফরের সময়ের ভাতাও বৃদ্ধি পেয়েছে। ম্যাচ চলাকালীন দৈনিক ভাতা ৫০ ডলার থেকে বাড়িয়ে ৭৫ ডলার এবং ট্যুর ফি ২৫ ডলার থেকে ৫০ ডলারে উন্নীত করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

