ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে ১০৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে কোলকাতা নাইট রাইডার্স।
বিশাখাপত্তমে গতরাতে দিল্লির বোলারদের ওপর ঝড় বইয়ে দেন কোলকাতার ব্যাটসম্যানরা। তাতে ৭ উইকেটে ২৭২ রানের পুঁজি পায় শ্রেয়াস আইয়ারের দল। আইপিএলের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। কোলকাতার পক্ষে সর্বোচ্চ ৮৫ রান করেন সুনিল নারাইন। রঘুবংশি করেন ৫৪ রান।
পাহাড়সম রান তাড়া করতে নেমেইে ব্যাটিং ধ্বসে পড়ে দিল্লি। ৩৩ রানে ৪ উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত ১৬৬ রানে গুটিয়ে যায়। এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ এখন বলিউড বাদশা শাহরুখ খানের দল কোলকাতা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।