ঢাকাTuesday , 24 June 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

তিন পরিবর্তন নিয়ে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ

BDKL DESK
June 24, 2025 10:36 pm
Link Copied!

মে-জুন মাসে ফিফা প্রীতি ম্যাচে জর্ডান ও ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করে বাংলাদেশ নিজেদের শক্তি দেখিয়েছে। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দুটি দলের বিপক্ষে দারুণ ফুটবল খেলেছে নারী দল। দুটি ম্যাচে ড্র করা দলের বেশিরভাগ খেলোয়াড়দের ওপর আস্থা রেখেছেন কোচ পিটার বাটলার। নারীদের এশিয়ান কাপ বাছাইয়ে আজ মঙ্গলবার ২৩ জনের চূড়ান্ত দলে মাত্র তিনটি পরিবর্তন এনেছেন ব্রিটিশ এই কোচ।

দুই গোলকিপার স্বর্ণা রানী ও মিলি আক্তারের সঙ্গে দুটি সাফ জেতা রক্ষণভাগের নিলুফা ইয়াসমিন ফিরেছেন। বাদ পড়েছেন দুই গোলকিপার মেঘলা রানী ও ফেরদৌসী আক্তার এবং মিডফিল্ডার শান্তি মার্ডি।

মিয়ানমার সফরেও জায়গা হয়নি সাবিনা খাতুন, মাসুরা পারভিন, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী ও মাতসুশিমা সুমাইয়ার। মিয়ানমারের ইয়াঙ্গুনে ২৯ জুন মেয়েদের প্রথম ম্যাচ বাহরাইনের বিপক্ষে। ২ জুলাই স্বাগতিক মিয়ানমার এবং ৫ তারিখে খেলবে তুর্কমেনিস্তানের বিপক্ষে। বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে শুধু পিছিয়ে তুর্কমেনিস্তান, তাদের অস্থান ১৪১তম। বাংলাদেশের অবস্থান ১২৮, বাহরাইন ৯২ এবং মিয়ানমার আছে ৫৫তম স্থানে। গ্রুপের সেরা দল যাবে মূল পর্বে । বাংলাদেশ দল মঙ্গলবার রাতেই দেশ ছাড়বে।

বাংলাদেশ দল:

গোলকিপার : রুপনা চাকমা, স্বর্ণা রানী মণ্ডল ও মিলি আক্তার

রক্ষণ : শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, জয়নব বিবি, নিলুফা ইয়াসমিন;

মধ্যমাঠ: মারিয়া মান্দা, মনিকা চাকমা, স্বপ্না রানী, কোহাতি কিসকু, মুনকি আক্তার, হালিমা আক্তার

আক্রমণ : ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, মোছাম্মত সাগরিকা, সুরভী আকন্দ, মোছাম্মত সুলতানা, নবীরণ খাতুন ও উমেহলা মারমা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।