পরিবারের সাথে ছুটি কাটিয়ে কোচিং বাংলাদেশে ফিরেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। টাইগার দলের বর্তমান কোচিং প্যানেলের বিদেশীদের মধ্যে প্রথম বাংলাদেশে ফিরলেন হাথুরু। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটাররা ব্যস্ত থাকলেও আয়াররল্যান্ড সিরিজের পর গত ৭ এপ্রিল বাংলাদেশ ছাড়েন জাতীয় দলের কোচিং স্টাফরা।
ঈদের ছুটি শেষে গতকাল (সোমবার) বাংলাদেশে পৌঁছেছেন হাথুরুসিংহে। ইংল্যান্ডে অনুষ্ঠেয় আয়ারল্যান্ড সিরিজের আগে সংক্ষিপ্ত অনুশীলন ক্যাম্প করবেন তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আয়ারল্যান্ডে এ সময় বৃষ্টির সম্ভাবনা থাকায় ইংল্যান্ডের মাটিতে হবে সিরিজটি। চেমসফোর্ডের এসেক্স ক্রিকেট ক্লাবের ভেন্যুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।
সফরের জন্য আগামী ৩০ এপ্রিল দেশ ছাড়বে বাংলাদেশ। এর আগে সিলেটে তিন দিনের রুদ্ধদ্বার অনুশীলন ক্যাম্প করবে তারা। ২৬ এপ্রিল ঢাকা ছাড়বে ক্রিকেটাররা। ২৭ থেকে ২৯ এপ্রিল অনুশীলন হবে। ২৯ এপ্রিল সন্ধ্যার ফ্লাইটে ঢাকায় ফিরবে ক্রিকেটাররা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।